সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক মন্ত্রী লতিফসহ ১৬ জন জেলে

সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক মন্ত্রী লতিফসহ ১৬ জন জেলে

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:৫৮, ২৯ আগস্ট ২০২৫

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত শুক্রবার এই আদেশ দেন।

মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান (কার্জন), মো. আব্দুল্লাহ আল আমিন, মঞ্জুরুল আলম, কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, গোলাম মোস্তফা, মো. মহিউল ইসলাম ওরফে বাবু, মো. জাকির হোসেন, মো. তৌছিফুল বারী খাঁন, মো. আমির হোসেন সুমন, মো. আল আমিন, মো. নাজমুল আহসান, সৈয়দ শাহেদ হাসান, মো. শফিকুল ইসলাম দেলোয়ার, দেওয়ান মোহম্মদ আলী ও মো. আব্দুল্লাহীল কাইয়ুম।

আসামিদের আদালতে হাজির করা হয় সকালেই। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও শাহবাগ থানার উপপরিদর্শক তৌফিক হাসান আদালতে জানান, আব্দুল লতিফ সিদ্দিকী ‘মঞ্চ ৭১’ ব্যানারের মাধ্যমে দেশের অস্থিতিশীলতা সৃষ্টির জন্য প্ররোচনা দিচ্ছিলেন। তিনি উপস্থিতদের উদ্বুদ্ধ করছিলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উৎখাতের উদ্দেশ্যে। আদালতে রাষ্ট্রপক্ষ দাবি করেন, আসামিরা সমন্বয়ক হিসেবে দেশকে অস্থিতিশীল করতে সাহায্য করেছে।

আসামিপক্ষের আইনজীবীরা জামিন আবেদন করলেও রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন তা প্রত্যাখ্যান করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার সূত্রে জানা গেছে, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি প্রতিহত করার উদ্দেশ্যে গত ৫ আগস্ট ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করে। ২৮ আগস্ট সকাল ১০টায় সংগঠনটি একটি গোলটেবিল বৈঠক আয়োজন করে, যা ঢাকা রিপোর্টার ইউনিটিতে শুরু হয়। অনুষ্ঠানের মাঝে একদল হট্টগোলকারী ঢুকে আলোচনা ব্যাহত করে। তারা দরজা বন্ধ করে আলোচনায় অংশ নেওয়া কয়েকজনকে অবরুদ্ধ করে রাখেন, এবং আলোচনায় ব্যানার ছিঁড়ে ফেলেন। পরে পুলিশ এসে ১৬ জনকে আটক করে।

শাহবাগ থানায় এই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয় এবং পরবর্তীতে গ্রেফতার দেখানো হয়।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement