সন্তান জন্ম নয়, দত্তকই ছিল সানির প্রথম পছন্দ

সন্তান জন্ম নয়, দত্তকই ছিল সানির প্রথম পছন্দ সানি লিওন ও তার পরিবার। সংগৃহীত ছবি

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:৪৩, ২৯ আগস্ট ২০২৫

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সানি লিওন একসময় ছিলেন পর্নো তারকা, পরে সিনেমার জগতে প্রবেশ করে অর্জন করেন খ্যাতি। বর্তমানে তিনি তিন সন্তানের মা। এক সাক্ষাৎকারে নিজের মাতৃত্বের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। তবে প্রথম কন্যা সন্তানকে দত্তক নিয়েছিলেন সানি, আর যমজ দুই ছেলেকে পেয়েছেন সারোগেসির মাধ্যমে।

সম্প্রতি অভিনেত্রী সোহা আলি খানের পডকাস্টে অংশ নিয়ে এ বিষয়ে খোলামেলা কথা বলেন সানি লিওন। সেখানে উপস্থিত ছিলেন স্ত্রী রোগ বিশেষজ্ঞ কিরণ কোয়েলহোও।

সানি জানান, প্রথম কন্যা নিশাকে দত্তক নেওয়ার পর যমজ সন্তান নোয়া ও অ্যাশরকে তারা সারোগেসির মাধ্যমে পৃথিবীতে এনেছেন। তিনি প্রকাশ করেন, সারোগেট মাকে তারা নিয়মিত বড় অঙ্কের অর্থ দিতেন। সেই টাকায় ওই নারী একটি বাড়ি কিনে ফেলেন এবং জাঁকজমকভাবে বিয়েও সেরে ফেলেন।

সোহা আলি খান এ সময় বলেন, আজকের পর্বে আমরা বাবা-মা হয়ে ওঠার ভিন্ন ভিন্ন পথ নিয়ে আলোচনা করব। তখন প্রশ্ন আসে, কেন সানি নিজে সন্তান ধারণের পথ বেছে নিলেন না? উত্তরে সানি স্পষ্টভাবে জানান, তিনি সবসময়ই সন্তান দত্তক নিতে চেয়েছিলেন।

উল্লেখ্য, সানি লিওন ২০১১ সালে ড্যানিয়েল ওয়েবারকে বিয়ে করেন। সে সময় দুজনেই পর্নো জগতের সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৭ সালে তারা কন্যা নিশাকে দত্তক নেন এবং ২০১৮ সালে জন্ম হয় যমজ সন্তান নোয়া ও অ্যাশরের।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement