উত্তরাঞ্চলে আবারও বন্যার সম্ভবনা

Published : ২১:২৫, ২৯ আগস্ট ২০২৫
উত্তরাঞ্চলে আবারও বন্যার সম্ভবনা রযেছে। রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল আগামী ২৪ ঘণ্টা বৃদ্ধি পেতে পারে। এ সময়ের মধ্যে তিস্তা নদীর পানি লালমনিরহাট ও নীলফামারী জেলায় সতর্কসীমায় প্রবাহিত হওয়ার সম্ভবনা রয়েছে। এছাড়াও নদীসংলগ্ন নিম্নচাপ সাময়িকভাবে পস্নাাবিত হতে পারে। ২/৩ দিন নদীসমূহের পানি সমতল
স্থিতিশীল থাকতে পারে।
২৯ আগস্ট শুক্রবার বিকালে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। জানা যায়, দুই সপ্তাহ আগে উজানের পাহাড়ী
ঢল ও বৃষ্টিপাতে বিপৎসীমার উপর দিয়ে তিস্তা নদী পানি প্রবাহিত হয়েছিল। এতে করে রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলার নিম্নঞ্চল, চর ও দ্বীপ চরগুলো পস্নাবিত হয়েছিল। ফলে
চরাঞ্চলের মৎস চাষীদের পুকুরের মাছ ভেসে গিয়েছিল। তিস্তার নিম্নঞ্চলে রোপা আমন ও সবজি ক্ষেত পানিতে ডুবে যায়। রংপুর, লালমনিরহাট, নীলপামারী ও কুড়িগ্রাম জেলার কয়েক হাজার পরিবার
পানিবন্দী হয়ে পড়েছিল।
এছাড়া তিস্তার নদীর পানি বৃদ্ধিতে গঙ্গাচড়া সেতু রক্ষা বাঁধের প্রায় ৬০ মিটার জায়গার বস্নক ধ্বসে যায়। এতে করে ভাঙনের হুমকিতে পড়েছিল সেতু ও রংপুর-লালমনিরহাটের যোগাযোগের সড়ক। বর্তমানে নদীর তীরবর্তী এলাকায় আমন চাষের মৌসুম চলছে। আবার বন্য হলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আরও জানান, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীসমূহের পানি সমতল আগামী ৩ পর্যন্ত স্তিথশীল থাকতে পারে ও পরবর্তী ২ দিন বৃদ্ধি পেতে পারে। রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী
রবিউল ইসলাম বলেন, শুক্রবার সকাল ৯টায় তিস্তার ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ ছিল ৫১ দশমিক ৯৪ সেন্টিমিটার। ওই পয়েন্টে বিপৎসীমার ধরা হয় ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার। পানি বিপৎসীমার ২১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হ”য়েছে। অপরদিকে একই সময়ে কাউনিয়া পয়েন্টে পানির প্রবাহ ছিল ২৮ দশমিক ৬৩ সেন্টিমিটার। ওই পয়েন্টে বিপৎসীমা ধরা হয় ২৯ দশমিক ৩১
সেন্টিমিটারয়ে
BD/AN