ইটন ‘কাস্টমার ডে-২০২৫ বাংলাদেশ’ অনুষ্ঠিত

Published : ১৭:৫৯, ২৪ জুলাই ২০২৫
ইম্পার্ট ডি ইএ এস ৮ লিমিটেডের উদ্যোগে সফলভাবে অনুষ্ঠিত হলো ইটন করপোরেশনের ‘কাস্টমার ডে ২০২৫ বাংলাদেশ’।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাজধানীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশি গ্রাহকদের জন্য এ অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যুৎ ব্যবস্থাপনা ও শিল্প স্বয়ংক্রিয়করণে বিশ্ব বাজারের স্বনামধন্য প্রতিষ্ঠান ইটন করপোরেশন।
অনুষ্ঠানে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি), পাওয়ার গ্রিড বাংলাদেশ (পিজিসিবি), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি), বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি), ইরা কনস্ট্রাকশন, এমআরএম ইন্টারন্যাশনাল, রিভারি, সিসিসিই, সিএনটিআইসি, জেআরসি, এনকনের মতো সরকারি বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠানের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।
‘কাস্টমার ডে’ আয়োজনের পাশাপাশি এ অনুষ্ঠানে বাংলাদেশের বাজারে নিজেদের তিনটি প্রযুক্তিগত সমাধানও তুলে ধরে আয়ারল্যান্ডভিত্তিক ইটন করপোরেশন। এর মাঝে আছে বিদ্যুতের মানোন্নয়নে সহায়তাকারী ‘লো লস ক্যাপাসিটর’ প্রযুক্তি, টেকসই অবকাঠামো গঠনে গুরুত্বপূর্ণ অবদানে সক্ষম ‘ইকো-ফ্রেন্ডলি গ্রিন গ্যাস সার্কিট ব্রেকার’ প্রযুক্তি এবং বিদ্যমান সাবস্টেশনকে ন্যূনতম বিনিয়োগে ‘স্মার্ট সাবস্টেশন’ এ রূপান্তরে সক্ষম ‘ডিস্ট্রিবিউটেড গেটওয়ে, রিমোট টার্মিনাল ইউনিট অ্যান্ড অটোমেশন ফ্রেমওয়ার্ক’ প্রযুক্তি।
এ আয়োজনের মাধ্যমে বাংলাদেশি অংশীজনদের সাথে শক্তি দক্ষ, অবকাঠামো আধুনিকায়ন এবং ভবিষ্যৎ প্রযুক্তি বিষয়ক আলোচনার কৌশলগত মঞ্চ তৈরি হয়েছে বলে মনে করছেন ইটন করপোরেশনের শীর্ষ নেতৃবৃন্দ। পাশাপাশি প্রযুক্তি ব্যবস্থাপনা এবং আন্তরিক উপস্থিতির মাধ্যমে বাংলাদেশে স্মার্ট, পরিবেশবান্ধব এবং স্থায়ী বিদ্যুৎ অবকাঠামো গঠনে গ্রাহকদের কাছে নিজেদের প্রতিশ্রুতি পুনঃব্যক্ত করেছে ইটন। ইটনের বৈদেশিক কার্যালয়গুলোর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল বর্তমানে ঢাকা সফর করছেন।
প্রতিষ্ঠানের ফিলিপাইন শাখার কান্ট্রি ম্যানেজার প্যাট্রিক জোসেফ উ মুনোজ বলেন, বাংলাদেশের বাজারে প্রায় ৩০ বছর কাজ করছে ইটন। এই সময়ে বিআরইবি, বিপিডিবি, ইরা কনস্ট্রাকশন, রিভারি পাওয়ার, এমআরএম ইন্টারন্যাশনালের মতো অংশীজনদের মাধ্যমে বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়নে ইটন কাজ করে যাচ্ছে। বিদ্যুতের গুণগত মান ভালো থাকলে, আপনার বাড়ির বিদ্যুৎ বিল কম আসবে। আর মান খারাপ থাকলে বিল বেশি। সেজন্যই বিদ্যুতের গুণগত মান বাড়াতে এবার বাংলাদেশের বাজারে বেশকিছু প্রযুক্তিগত সমাধান এনেছি। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি খাতে।
অনুষ্ঠানে ইটনের সিঙ্গাপুর কার্যালয় থেকে ইন্টারন্যাশনাল সেলস ডিরেক্টর টান চুন সিয়ং, চীনের সাংহাই কার্যালয়ের মহাব্যবস্থাপক চার্লি ঝু এবং ফিলিপাইন কার্যালয়ের সিনিয়র ফিল্ড অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ার জে রিক রিয়েস এবং সিনিয়র ফিল্ড অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ার জুলিয়ার ক্রিস্টোফার ভ্যাসকুয়েজ অতিথিদের উদ্দেশ্যে ইটনের বিভিন্ন প্রযুক্তিগত সমাধান তুলে ধরেন।