স্কুলে যেতে চাপ দেওয়ায় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যা

Published : ০১:১৬, ২৬ জুলাই ২০২৫
রাজধানীর ডেমরায় চতুর্থ শ্রেণীর এক শিশু শিক্ষার্থীকে তার বাবা-মা স্কুলে যেতে চাপ দেওয়ায় আত্মহত্যা করেছে। গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করা ওই শিশুর নাম সিফাত শেখ (১৪)।
শুক্রবার বিকেলে ডেমরা আমোলিয় মেনদিপুর এলাকায় ভারা বাসায় এ ঘটনাটি ঘটে। নিহত সিফাত জামালপুরের ইসলামপুর উপজেলার পূরুচর গ্রামের রবি শেখের ছেলে।
ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রুবেল হাওলাদার পরিবারের বরাত দিয়ে বলেন, সিফাত স্কুলে যেতে চাইতো না। এর আগে মাদ্রাসায় ভর্তি করেছিল তাকে। সেখানে না যাওয়াতে পরবর্তীতে স্থানীয় একটি স্কুলে চতুর্থ শ্রেণীতে ভর্তি করে তার পরিবার। সেখানেও ঠিকমতো যেত না সিফাত। এতে তার বাবা মা বকাঝকা করে। শুক্রবার মা বাবা বাসায় না থাকায় সবার অগচরে জানালার গ্রিলের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। স্বজনরা সেখান থেকে নামিয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশের সহযোগিতায় সিফাতকে উদ্ধার করে রাত আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এসআই রুবেল জানান, সিফাতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।