বিরল সূর্যগ্রহণের অপেক্ষায় বিশ্ব, মুহূর্তেই হারিয়ে যাবে দিনের আলো

বিরল সূর্যগ্রহণের অপেক্ষায় বিশ্ব, মুহূর্তেই হারিয়ে যাবে দিনের আলো

The Business Daily

Published : ০০:২২, ২৬ জুলাই ২০২৫

আসছে এক মহাজাগতিক বিস্ময়।২০২৭ সালের ২ আগস্ট ঘটতে যাচ্ছে এক বিরল পূর্ণ সূর্যগ্রহণ, যা দিনের আলো ঢেকে দেবে গভীর ছায়ায়। দক্ষিণ ইউরোপ, উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের আকাশজুড়ে সৃষ্টি হবে এক রোমাঞ্চকর মহাজাগতিক দৃশ্য।

গ্রহণের বিবরণ:
সূর্য ও পৃথিবীর মাঝখানে এসে চাঁদ সম্পূর্ণরূপে সূর্যকে ঢেকে ফেলবে, ফলে মুহূর্তের মধ্যে নেমে আসবে অন্ধকার। ‘গালফ নিউজ’ জানিয়েছে, এমন ঘটনা শতাব্দীতে একবারই ঘটে।

গ্রহণের অবস্থান ও সময়:
বাংলাদেশ ও ভারত থেকে গ্রহণ দেখা যাবে না। তবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে দেখা যাবে আংশিক সূর্যগ্রহণ—দুপুর ২টা ৪৩ মিনিটে চাঁদ সূর্যের ৫৩% ঢেকে দেবে।

বিশেষ আয়োজন:
দুবাই অ্যাস্ট্রোনমি গ্রুপ আয়োজন করেছে জনসাধারণের জন্য পর্যবেক্ষণ অনুষ্ঠান। থাকবে সোলার টেলিস্কোপ, শিক্ষামূলক কার্যক্রম ও জ্যোতির্বিজ্ঞানীদের ব্যাখ্যা। স্পেন, মরক্কো, মিশর ও সৌদি আরব থেকে পূর্ণ গ্রহণের সরাসরি সম্প্রচারও করা হবে।

স্থায়িত্ব:
মিশরের লুক্সর শহরে পূর্ণ গ্রহণ স্থায়ী হবে ৬ মিনিট ২৩ সেকেন্ড—যা শতাব্দীর মধ্যে স্থলভাগে সবচেয়ে দীর্ঘ সময়ের গ্রহণ বলে ধরা হচ্ছে।

পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে যেসব দেশে:
স্পেন, মরক্কো, আলজেরিয়া, তিউনিশিয়া, লিবিয়া, মিশর, সুদান, সৌদি আরব, ইয়েমেন ও সোমালিয়া।

নিরাপত্তা নির্দেশনা:

  • খালি চোখে সূর্যের দিকে তাকানো যাবে না

  • ISO 12312-2 সনদপ্রাপ্ত সোলার ভিউয়ার ব্যবহার করুন

  • টেলিস্কোপ, ক্যামেরা বা দূরবীনের সঙ্গে সোলার ফিল্টার আবশ্যক

  • পিনহোল প্রজেক্টর ব্যবহারে উৎসাহ দেওয়া হচ্ছে

পরবর্তী গ্রহণ:
আমিরাতে সর্বশেষ সূর্যগ্রহণ দেখা গিয়েছিল ২০২২ সালে। ২০২৭-এ আবার পাওয়া যাচ্ছে এই সুযোগ। তবে সেখানে পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে ২০৮১ সালের ৩ সেপ্টেম্বর।

শেয়ার করুনঃ
Advertisement