নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে, দ্রুত তারিখ ঘোষণা করুন

Published : ০০:৩৩, ২৬ জুলাই ২০২৫
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি অভিযোগ করেছেন, দেশে আসন্ন জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে। তিনি দ্রুত নির্বাচনের তারিখ ও ‘জুলাই সনদ’ ঘোষণার দাবি জানান।
শুক্রবার (২৫ জুলাই) বিকেলে চট্টগ্রামের বিপ্লব উদ্যানে আয়োজিত ‘জুলাই সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাকি বলেন, “সুষ্ঠু পরিবেশ নেই—এমন অজুহাতে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা চলছে। কোনো দল দখলদারি করতে চাইলে তা প্রতিরোধ করতে হবে।” তিনি হুঁশিয়ার করেন, “নির্বাচন বিলম্বে গেলে দেশের অগ্রগতি বাধাগ্রস্ত হবে এবং এর দায় সরকারকেই নিতে হবে।”
তিনি আরও বলেন, “মানুষ আশা করে, ৫ আগস্টের মধ্যে নির্বাচন ও ‘জুলাই সনদ’ ঘোষণা করা হবে। এই সনদ তৈরি নিয়ে আগে তিন দফা আলোচনা হয়েছে। রাজনৈতিক দলগুলো মত দিয়েছে, অথচ সরকার এখনো তা চূড়ান্ত করেনি।”
সাকি জানান, নির্বাচনে টাকার বা পেশিশক্তির প্রভাব থাকবে না—এই বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে হবে। “আগামী নির্বাচন হবে বাংলাদেশের মানুষের রাজনৈতিক সচেতনতার বহিঃপ্রকাশ।”
তিনি আরও জানান, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কার, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, বিচার বিভাগের স্বাধীনতা, প্রধান বিচারপতির জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগসহ বেশ কিছু সংস্কার প্রশ্নে জাতীয় ঐকমত্য হয়েছে।
তিনি বলেন, “যারা নির্বাচন হলে লুটেরা আসবে বলে প্রচার চালাচ্ছেন, তারা আসলে নির্বাচনের পথ বন্ধ করতে চাইছেন। এটা শেখ হাসিনার পুরনো কৌশলের পুনরাবৃত্তি।”
সমাবেশে আরও বক্তব্য দেন অধ্যাপক আতিকুর রহমান, জেলা সমন্বয়কারী হাসান মারুফ, অপূর্ব নাথ, শহীদ শিমুল, মো. হারুন, নুরুন্নেসা প্রমুখ।