মাই কিচেন-এর অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Published : ১১:৪৪, ২২ জুলাই ২০২৫
দেশীয় কিচেন অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড ‘মাই কিচেন’ আজ(২১ জুলাই ২৫ইং) তাদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। ২০১৭ সালে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি গত আট বছরে দেশের হাজারো পরিবারে আধুনিক রান্নাঘরের সুবিধা পৌঁছে দেওয়ার মাধ্যমে তৈরি করেছে আস্থা ও বিশ্বাসের একটি শক্ত ভিত।
আজ সকালে রাজধানীর হাতিরপুলে অবস্থিত মাই কিচেন-এর প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে দিনব্যাপী উদযাপনের সূচনা করা হয়। কেক কাটেন প্রতিষ্ঠানের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) শওকত ইমরান খান। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা, কর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সিইও শওকত ইমরান খান বলেন,
“আমাদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মানিত গ্রাহকবৃন্দ, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি রইলো আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আপনাদের নিরন্তর ভালোবাসা ও সহযোগিতার কারণেই আমরা সফলভাবে এই আট বছরের পথ অতিক্রম করতে পেরেছি।
আমরা অষ্টম বছর উদযাপন করছি, তবে আমার স্বপ্ন—এই অষ্টম বর্ষপূর্তি যেন একদিন শতবর্ষে পরিণত হয়। এটি তখনই সম্ভব, যখন আমরা আমাদের প্রতিষ্ঠানের ভিতরেই নেতৃত্ব তৈরি করতে পারবো। অর্থাৎ, আমরা যদি নিজস্ব নেতৃত্বের একটি জেনারেশন গড়ে তুলতে পারি, তবে প্রতিষ্ঠানকে অনেক দূর এগিয়ে নেওয়া সম্ভব হবে।
আর এই নেতৃত্বের সঙ্গে যদি গ্রাহক সন্তুষ্টি বজায় রাখা যায়, তবে একটি প্রতিষ্ঠানকে বহু দূর পর্যন্ত টেকসইভাবে এগিয়ে নিয়ে যাওয়াটা খুব সহজ হয়ে যায়। তাই আমাদের লক্ষ্য—লিডার তৈরি করা ও কাস্টমার স্যাটিসফ্যাকশন ধরে রাখা।”
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বার্তায় মাই কিচেন কর্তৃপক্ষ আরও জানান, “আমাদের যাত্রা শুরু হয়েছিল একটি স্বপ্ন নিয়ে—বাংলাদেশের প্রতিটি ঘরে সহজ ও আধুনিক রান্নার অভিজ্ঞতা পৌঁছে দেওয়ার জন্য। আজ আট বছর পর আমরা গর্বের সঙ্গে বলতে পারি, আমরা সেই স্বপ্নের অনেকটা পথ অতিক্রম করেছি, আর এই সফলতার পেছনে রয়েছে আমাদের সম্মানিত গ্রাহক, ডিলার ও শুভানুধ্যায়ীদের ভালোবাসা।”
বর্তমানে মাই কিচেন-এর পণ্যের মধ্যে রয়েছে মডুলার কিচেন কেবিনেট, বিভিন্ন কিচেন এক্সেসরিজ যেমন ব্লুম, ক্যাসেবুমার এবং বিভিন্ন ধরনের কিচেন এপ্লায়েন্সেস যেমন হুড, হব, এয়ার ফায়ার ইত্যাদি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ অফার ও ছাড়ের আয়োজন করেছে ব্র্যান্ডটি। দেশের বিভিন্ন শোরুমে ২১% পর্যন্ত ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে তারা।
মাই কিচেন কর্তৃপক্ষ ভবিষ্যতে আরও উদ্ভাবনী প্রযুক্তি, উন্নত ডিজাইন এবং টেকসই পণ্যের মাধ্যমে দেশের হোম অ্যাপ্লায়েন্স খাতে নেতৃত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।