উৎসবমুখর আয়োজনে শুরু হলো ‘সমকাল আইসক্রিম ফেস্ট ২০২৫’

উৎসবমুখর আয়োজনে শুরু হলো ‘সমকাল আইসক্রিম ফেস্ট ২০২৫’

TheBusinessDaily

Published : ১৯:২৩, ২০ জুলাই ২০২৫

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রাজধানীর টাইমস মিডিয়া ভবনে শুরু হয়েছে দিনব্যাপী ‘সমকাল আইসক্রিম ফেস্ট-২০২৫’। রোববার (২০ জুলাই) দুপুর ১২টায় সমকালের প্রকাশক আবুল কালাম আজাদ ও সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিকেল ৫টা পর্যন্ত চলবে এই মজাদার আয়োজন। 

থাকছে নানা স্বাদের আইসক্রিম পরিবেশন, কুইজ, গেম শো এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজনটি সমকালের পাঠক সংগঠন সুহৃদ সমাবেশ এর সহযোগিতায় পরিচালিত হচ্ছে। উৎসবের সহযোগী হিসেবে অংশ নিচ্ছে দেশের শীর্ষ আইসক্রিম প্রস্তুতকারক প্রতিষ্ঠান পোলার, ইগলু ও সেভয়।

উদ্বোধনী বক্তব্যে সমকালের প্রকাশক আবুল কালাম আজাদ বলেন, “আইসক্রিম মানেই আনন্দ। ছোটবেলায় ২০ বা ৫০ পয়সা দিয়ে আইসক্রিম খেতাম, তখন এত রকমফের ছিল না। আজকের এই আয়োজন দেখে ভালো লাগছে, ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজন হবে আশা করছি।

 সমকাল সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী বলেন, “গরমে আইসক্রিম সবচেয়ে জনপ্রিয় ঠান্ডা খাবার। এটা যেমন হ্যান্ডি, তেমনি যেকোনো পরিবেশে খাওয়া যায়। এতে শালীনতার ব্যত্যয় হয় না, বরং প্রশান্তি দেয়। এমনকি এটি মানসিক চাপও কমাতে পারে।” তিনি আরও বলেন, “আইসক্রিম একধরনের সহজ আনন্দ। এই সহজ আনন্দের পেছনে রয়েছে একটি বড় শিল্প।

আজকের উৎসবে এই শিল্পের তিনটি প্রধান প্রতিষ্ঠান যুক্ত হয়েছে— পোলার, ইগলু ও সেভয়। তাঁদের প্রতি আমরা কৃতজ্ঞ।” এই উৎসব উপলক্ষ্যে সমকাল একটি বিশেষ ক্রোড়পত্রও প্রকাশ করেছে। পাশাপাশি সমকাল অনলাইনসমকাল ডিজিটাল প্ল্যাটফর্মেও চলছে নানা ফিচার ও প্রতিবেদন প্রকাশ। ইগলুর এজিএম (ব্র্যান্ড) সুমিত চক্রবর্তী বলেন, “এমন প্রাণবন্ত আয়োজনে সহযোগী হতে পেরে ভালো লাগছে।

ভবিষ্যতে আরও বড় পরিসরে অংশ নিতে চাই।” অনুষ্ঠানের সঞ্চালক ও সমকালের সহকারী সম্পাদক জাকির হাসান জানান, “আজকের আয়োজনে সমকাল, চ্যানেল ২৪ ও হা-মীম গ্রুপের কর্মীদের জন্য সেভয়ের পক্ষ থেকে সৌজন্য আইসক্রিম দেওয়া হচ্ছে। পোলার ও অন্যান্য প্রতিষ্ঠানও বিশেষ ছাড়ে আইসক্রিম সরবরাহ করছে।” গ্রুপের সব কর্মীদের অংশগ্রহণে উৎসবটি পরিণত হয়েছে এক মিলনমেলায়। সবার অংশগ্রহণে দিনভর চলবে এই প্রাণবন্ত আয়োজন।

BD/S

শেয়ার করুনঃ
Advertisement