লক্ষ্মীপুর আদালতের কর্মচারীদের কর্মবিরতি

Published : ১৩:৩৯, ৫ মে ২০২৫
এসময় বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জজ আদালতের আইনজীবী হারুনুর রশিদ বেপারী, বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের সদস্য মোঃ হারুনর রশীদ, সাইফুর রহমান ও জহিরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বিচার বিভাগের জন্য সুপ্রীম কোর্টের অধীন পৃথক সচিবালয়সহ অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান'সহ বিদ্যমান জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম-৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম-১২তম গ্রেডভুক্ত করা এবং বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবী জানিয়েছেন।