পীরগঞ্জে জেলের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ

Published : ১৪:২৬, ২৪ জুলাই ২০২৫
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টাঙ্গন নদী থেকে আনারুল ইসলাম আনার (৫৫) নামে এক জেলের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার টাঙ্গন নদীর করনাই গড়িয়াপাড়া ঘাট থেকে পুলিশ তার লাল উদ্ধার করে।
আনারুল ইসলাম আনার দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার বনগাঁও গ্রামের মৃত: কাসেম আলীর ছেলে।
স্থাণীয়রা ও পুলিশ জানায় গতকাল বুধবার রাতে আনারুল ইসলাম আনার টাঙ্গন নদীর মাহালী পীরের ঘাটে জাল নিয়ে মাছ ধরতে যায়,সে আর বাড়ি ফিরে আসেনি।
আজ সকালে স্থানীয়রা আনার ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পীরগঞ্জ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আনারুল ইসলামের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
পীরগঞ্জ থানার সেকেন্ড অফিসার এস আই আব্দুর হালিম জানায়, পুলিশ লাশ উদ্ধার করেছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে, এবিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।