উলিপুরে কিন্ডারগার্টেন সোসাইটির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

উলিপুরে কিন্ডারগার্টেন সোসাইটির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

Published : ১৫:১৬, ২৪ জুলাই ২০২৫

কুড়িগ্রামের উলিপুরে পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি  পরিক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ না দেয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি উলিপুর শাখার আয়োজনে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ২১টি কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুলের প্রায় ৩শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করে। 

হাই এম্বিশন কিন্ডারগার্টেনের পরিচালক ও বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির উপজেলা শাখার সভাপতি সাইদুল ইসলামের সঞ্চালনায়  মানববন্ধনে 'জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই' এই শ্লোগানকে ধারন করে বক্তারা বলেন, একটি উন্নত ও আধুনিক রাষ্ট্রের সমাজ কাঠামোর মূল ভিত্তি হচ্ছে শিক্ষা। শিক্ষা ব্যবস্থায় সবার সমান সুযোগ থাকবে, শিক্ষা হবে অধিকার, শিক্ষা হবে সর্বজনীন। তারা আরো বলরন, একটি শিশুর ভবিষ্যতের ভিত্তিই হলো প্রাথমিক পর্যায়ের শিক্ষা সেখানে সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা বৃত্তির সুযোগ পাবে আর বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরা বৃত্তির সুযোগ পাবেনা এটা হতে পারেনা। বর্তমান সরকার এটি বৈষম্য করেছে, আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির সাঃ সম্পাদক ক্লাসিক রেসিডেন্সিয়াল কিন্ডারগার্টেনের পরিচালক  মোনাখখার হোসেন মোন্নাফ, এনএস আমিন  কিন্ডারগার্টেন স্কুলের সহকারি প্রধান শিক্ষক গনেশ সাহা, ছোয়াত কিন্ডারগার্টেনের পরিচালক রেজাউল ইসলাম, শিশু কানন স্কুলের পরিচালক ষষ্ঠী কুমার সাহা, সহকারি শিক্ষক আনছার আলী প্রমুখ। 

শেয়ার করুনঃ
Advertisement