পীরগঞ্জে কৃতী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ

পীরগঞ্জে কৃতী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ

বিষ্ণুপদ রায়, পীরগঞ্জ প্রতিনিধি

Published : ১৫:০৭, ২৪ জুলাই ২০২৫

 ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পারফরমেন্স বেজট ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম এর আওতায় উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে সনদ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

বুধাবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং জেলা শিক্ষা অফিস আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এই আনুষ্ঠান হয়।

উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখে পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ বদরুল হুদা, জেলা শিক্ষা কর্মকর্তা শাহীন আকতার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আরিফুল্লাহ্,
পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল,শিক্ষার্থী ফাহিম প্রমুখ।

 

পরে অতিথিবৃন্দ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৩৬ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে সনদ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
 

শেয়ার করুনঃ
Advertisement