গাজীপুর সিটির উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি মুক্তিযুদ্ধ মন্ত্রীর

Published : ২১:১১, ১৪ জুলাই ২০২৪
গাজীপুর সিটির উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেছেন, ‘গাজীপুর সিটি কর্পোরেশনের উন্নয়নের সঙ্গী হয়ে মেয়র কাউন্সিলরদের পাশে আমি আছি। আমার যেকোনো সহযোগিতা নির্বাচিত জনপ্রতিনিধিরা সিটির উন্নয়ন কাজে লাগাতে পারবে।’
গাজীপুর সিটি করপোরেশনের উন্নয়ন অনেক এগিয়েছে তারপরও সমস্যা রয়ে গেছে যা অতি শিগগিরই মেয়র কাউন্সিলররা সমাধান করবে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।
১২ জুলাই (শুক্রবার) রাতে গাজীপুর সিটির উপদেষ্টা সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ও নির্বাচিত কাউন্সিলররা গাজীপুরের অভিভাবক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক গাজীপুর সিটির উপদেষ্টা সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ও কাউন্সিলরদের সঙ্গে দীর্ঘ সময় ধরে গাজীপুর সিটির উন্নয়নের নানা দিক নিয়ে কথা বলেন।
এসময় মন্ত্রী জানান, গাজীপুর সিটিকে আধুনিক স্মার্ট শহর হিসাবে গড়ে তুলতে তাঁর সর্বাত্মক সহযোগিতা থাকবে।
বিডি/এম