গাজায় ইসরায়েলি হামলায় একদিনে ১০৫ ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে ১০৫ ফিলিস্তিনি নিহত ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১০:৩৫, ৩ সেপ্টেম্বর ২০২৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর একের পর এক হামলায় মাত্র একদিনেই আরও ১০৫ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে বহু মানুষ ছিলেন ত্রাণের সন্ধানে লাইনে দাঁড়ানো সাধারণ নাগরিক।

বুধবার (৩ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার নিহতদের অর্ধেকেরও বেশি গাজা সিটির বাসিন্দা। দখলদার বাহিনী শহরটিকে পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে সর্বাত্মক সামরিক অভিযান চালাচ্ছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলার শিকার হয়েছে জনবহুল আল-সাবরা মহল্লা, যেখানে টানা কয়েকদিন ধরে বোমাবর্ষণ চলছে। সর্বশেষ হামলায় একটি ত্রাণকেন্দ্রে আঘাত হানে ইসরায়েলি বাহিনী; সেখানে অন্তত ৩২ জন হতাহত হন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ক্ষুধায় মারা গেছেন আরও ১৩ জন, ফলে শুধু অনাহারে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬১ জনে। ত্রাণ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় গাজার মানবিক সংকট দ্রুত ভয়াবহ আকার নিচ্ছে।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় চলমান সংঘাত এখন সিদ্ধান্তমূলক পর্যায়ে পৌঁছেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সেনাদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি দাবি করেন, এই অভিযানের লক্ষ্য শুধু হামাসকে নির্মূল করা নয়, বরং পুরো “ইরানি অক্ষ”  অর্থাৎ গাজা, লেবানন, সিরিয়া, ইরান এবং ইয়েমেনের হুতিদের দুর্বল করা।

ইসরায়েলি সেনাপ্রধান আইয়াল জামির নিশ্চিত করেছেন, গাজা সিটিতে স্থল অভিযান ইতোমধ্যেই শুরু হয়েছে এবং আসন্ন সময়ে আরও তীব্র হবে।

২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত নিহত সাংবাদিকের সংখ্যা ২৭০ ছাড়িয়েছে।

এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ আদালতে যুদ্ধাপরাধের আসামি হিসেবে তালিকাভুক্ত নেতানিয়াহু এক ভিডিও বার্তায় আবারও বলেন, “আমরা হামাসকে পরাজিত করার জন্যই লড়ছি।”

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement