স্বপ্না আক্তার গ্রেপ্তার: মিরপুরে ধরা পড়লেন আলোচিত ‘মাদক সম্রাজ্ঞী’

স্বপ্না আক্তার গ্রেপ্তার: মিরপুরে ধরা পড়লেন আলোচিত ‘মাদক সম্রাজ্ঞী’

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:৩৮, ২ সেপ্টেম্বর ২০২৫

রাজধানীর মিরপুরে অবশেষে ধরা পড়লেন বহুল আলোচিত ‘মাদক সম্রাজ্ঞী’ নামে পরিচিত আওয়ামী লীগ নেত্রী স্বপ্না আক্তার। যৌথ বাহিনীর বিশেষ অভিযানে সোমবার (২ সেপ্টেম্বর) রাতের দিকে ক্যান্টনমেন্ট থানার মাটিকাটা এলাকার ৫৯৭ নম্বর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত স্বপ্না আক্তার ওই এলাকার ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি। তার বিরুদ্ধে গুলশান থানায় জুলাই আন্দোলনে এক শিক্ষার্থী হত্যার মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মিরপুরের মাটিকাটা এলাকায় স্বপ্না আক্তারকে ‘মাদক সম্রাজ্ঞী’ হিসেবেই চেনে স্থানীয়রা। ক্যান্টনমেন্ট এলাকায় তিনি নারী ও পুরুষদের নিয়ে গড়ে তুলেছিলেন দুটি সশস্ত্র ক্যাডার বাহিনী। এই বাহিনীর মাধ্যমে নিয়ন্ত্রণ করতেন জমি দখল, মাদক ব্যবসা ও চাঁদাবাজি। এমনকি দলীয় পরিচয়কে ব্যবহার করে শিল্পপতিদের জিম্মি করেও কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে আওয়ামী লীগের নেত্রী হওয়ার সুবাদে আগের সরকারের সময় তাকে কেউ স্পর্শ করতে পারেনি।

ক্যান্টনমেন্ট থানার এক এসআই জানিয়েছেন, স্বপ্না আসলে কুমিল্লার দেবিদ্বারের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাজী মোহাম্মদ ফখরুলের ঘনিষ্ঠ বান্ধবী। তিনি শুধু ফখরুলের ব্যক্তিগত সম্পদই দেখভাল করতেন না, বরং তার জমিতে একটি হোটেলও গড়ে তোলেন। গত ১৬ বছরে ফখরুলের প্রভাব ব্যবহার করে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ম্যানেজ করে নিজের পদ বাগিয়ে নেন এবং ধীরে ধীরে ‘লেডি ডন’-এ পরিণত হন।

পুলিশ আরও জানায়, স্বপ্নার বিরুদ্ধে রাজধানীর মিরপুর মডেল, পল্লবী, উত্তরা পশ্চিম, ক্যান্টনমেন্ট, পল্টনসহ বিভিন্ন থানায় হত্যা, মাদক, জমি দখল ও চাঁদাবাজির অসংখ্য মামলা ও অভিযোগ রয়েছে।

ঢাকা মহানগর পুলিশের মিডিয়া শাখার সহকারী কমিশনার তারিক লতিফ বলেন, জুলাই হত্যাকাণ্ড মামলার এজাহারভুক্ত আসামি স্বপ্না আক্তারকে যৌথ বাহিনী গ্রেপ্তার করে গুলশান থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে থাকা অন্যান্য মামলাতেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement