দেশজুড়ে অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ১ হাজার ৬০৫

Published : ০২:১৪, ২১ মে ২০২৫
দেশজুড়ে অভিযানে ১ হাজার ৬০৫ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ১৩ জন।
মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগরের গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ১৩ জন ও অন্যান্য অপরাধে গ্রেপ্তার আরও ৫৯২ জন। এছাড়া অভিযানে একনলা বন্দুক, এলজি ও পাইপগানসহ বিভিন্ন অবৈধ জিনিসপত্র জব্দ করা হয়।
এদিকে সোমবার রাতে ঢাকার মোহাম্মদপুরে বিশেষ অভিযানে ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের এসি মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন।
অপরদিকে রাজধানীর মাটিকাটা এলাকায় মঙ্গলবার সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী। এ সময় অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ হিটলু বাবু গ্যাংয়ের ১০ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সেনাবাহিনীর ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের ভাষানটেক সেনাক্যাম্প থেকে মাটিকাটা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মাটিকাটা এলাকা থেকে ৩টি স্বয়ংক্রিয় পিস্তল, ১টি রিভলবার ও ২৮ রাউন্ড গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযানে কুখ্যাত ‘হিটলু বাবু গ্যাংয়ের ১০ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।
এনই