তৃতীয়বারের মতো শক্তি প্লাসের ‘মা দিবস কুইজ’ পুরস্কার বিতরণী অনুষ্ঠান

Published : ০২:৩৯, ২১ মে ২০২৫
মা শব্দটি খুব ছোট। কিন্তু এর গভীরতা অসীম। এই ডাকে লুকিয়ে আছে অসীম মায়া, অকৃত্রিম স্নেহ ও নিঃস্বার্থ ভালোবাসা। সন্তানের ভালো-মন্দ একজন মায়ের চেয়ে কেউ বেশি বোঝে না। সন্তান কী খাবে, কোন খাবারে বেশি পুষ্টি, কী করলে তার মেন্টাল ও ফিজিক্যাল গ্রোথ হবে, কার সঙ্গে মিশলে ভালো হবে—এসব কিছু নিয়ে সচেতন থাকতে হয় মাকে। আর এজন্য তাকে সবসময় সেরাটাই দিতে হয়।
এবারের মা দিবস ২০২৫ উপলক্ষে শক্তি+, টগুমগু এবং গুফির সম্মিলিত উদ্যোগে অনুষ্ঠিত হলো 'মা বোঝে সেরা তাই মায়ের জন্য সেরাটাই' কুইজের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তৃতীয়বারের মতো আয়োজিত এই কুইজে বিজয়ীদের পুরস্কার বিতরণী গত ১৬ মে রাজধানীর মিন্টো রোডের আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন হলে অনুষ্ঠিত হয়।
ফারজানা বীথির সঞ্চালনায় এই বিশেষ গালা ইভেন্টে মায়েদের সম্মান জানানোর পাশাপাশি মাতৃত্ব উদযাপন ও শিশুদের সঠিক বিকাশে পুষ্টি ও প্যারেন্টিংয়ের গুরুত্ব তুলে ধরা হয়।
এতে গ্রামীণ ডানোনের সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর সুরাইয়া সিদ্দিকা বলেন, ‘শিশুর বিকাশে মায়ের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মা যদি সন্তানের পুষ্টি ও যত্নের বিষয়ে সচেতন থাকেন তাহলে ভবিষ্যত প্রজন্ম সুস্থভাবে বেড়ে উঠবে। জাতিও এগিয়ে যাবে।
অনুষ্ঠানে মায়েদের জন্য পুষ্টিকথা নিয়ে আলোচনা করেন বারডেম হাসপাতালের প্রধান পুষ্টিবিদ ও বিভাগীয় প্রধান শামছুন্নাহার মহুয়া। শিশুদের সঠিক বিকাশে আনন্দময় প্যারেন্টিংয়ের গুরুত্ব তুলে ধরেন প্রমিসেস মেডিকেল লিমিটেডের কাউন্সেলিং সাইকোলজিস্ট ও সাইকো থেরাপিস্ট নুজহাত ই রহমান। এছাড়া গল্প-গানে শিশুদের মাতিয়ে রাখে শক্তি+ মাসকট লায়নের পারফরম্যান্স। এরপর ছিল লটারি ও পুরস্কার বিতরণী। এতে কুইজে বিজয়ী শীর্ষ ১০ জনকে পুরস্কার তুলে দেওয়া হয়, ১ম এবং ২য় মেগা পুরস্কার এর পার্টনার হিসেবে ছিল সী পার্ল ও বনমালী।
এছাড়া, ছিল ফটোসেশন, শিশু ও অভিভাবকদের জন্য পাপেট শো ও কিডস জোনে শিশুদের জন্য খেলার ব্যবস্থা ও বিনোদনমূলক কার্যক্রম। পুরো আয়োজনটি ছিল বিজয়ীদের পরিবার নিয়ে সুন্দর মুহূর্ত কাটানোর জন্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গ্রামীণ ডানোন ফুডস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর দীপেশ নাগ। উপস্থিত ছিলেন লাইট অব হোপের সিইও ওয়ালিউল্লাহ ভূঁইয়া। তবে দিন শেষে এই আয়োজনটি শুধু পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সীমাবদ্ধ ছিল না। বরং এটি মা ও সন্তানের মাঝে ভালোবাসা, সচেতনতা এবং দায়িত্ববোধের এক অসাধারণ উদযাপন হয়ে উঠেছিল।
এনই