নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের বিষয়ে যা জানালেন উপদেষ্টা ফারুকী

নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের বিষয়ে যা জানালেন উপদেষ্টা ফারুকী

TheBusinessDaily

Published : ১৯:২৯, ১৯ মে ২০২৫

নুসরাত ফারিয়ার বিষয়ে এবার মুখ খুললেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকী। 

 

দেশের আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়াকে রোববার (১৮ মে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ভাটারা থানার এনামুল হক হত্যা চেষ্টা মামলায় জামিন নামঞ্জুর করে আদালত। সোমবার (১৯ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজনীন আক্তার তার জামিন নামঞ্জুর করে আদালতে পাঠানোর নির্দেশ দেন। 

 

অভিনেত্রীকে গ্রেপ্তারের ঘটনা নিয়ে বেশ আলোচনা চলছে। বিশেষ করে দেশের অনেক তারকারা বিষয়টা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বলছেন।

 

এবার মুখ খুললেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকীও। নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন  সংস্কৃতি উপদেষ্টা। সেই পোস্টে পুরো বিষয়টা নিয়ে কথা বলেছেন। 

সংস্কৃতি উপদেষ্টা ফেসবুক পোস্টে বলেন, আমি সাধারণত চেষ্টা করি আমার মন্ত্রণালয়ের কাজের বাইরে কথা না বলতে। কিন্তু আমার তো একটা পরিচয় আছে, আমি এই ইন্ডাস্ট্রিরই মানুষ ছিলাম এবং দুইদিন পর সেখানেই ফিরে যাবো। নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকলো আমাদের জন্য। আমাদের সরকারের কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা। ঢালাও মামলার ক্ষেত্রে আমাদের পরিষ্কার অবস্থান প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতা না থাকলে কাউকে গ্রেপ্তার করা হবে না। এবং সেই নীতিই অনুসরণ করা হচ্ছিলো। 

শেয়ার করুনঃ
Advertisement