একই দিনে ২৩ নিয়োগ পরীক্ষা, বিপাকে চাকরিপ্রার্থীরা

একই দিনে ২৩ নিয়োগ পরীক্ষা, বিপাকে চাকরিপ্রার্থীরা

চাকরি ডেস্ক:

Published : ২১:৩০, ১৯ মে ২০২৫

সাধারণত চাকরির পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হয়। আগামী শুক্রবার (২৩ মে) একদিনে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই) নিয়োগ পরীক্ষাসহ ২৩টি নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিষয়টিকে ‘তামাশা’ হিসবে দেখছেন চাকরিপ্রার্থীরা। অনতিবিলম্বে এ ধরনের অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন তারা।

সোমবার (১৯ মে) বিকেলে চাকরিপ্রার্থীদের প্ল্যাটফর্ম ‘পিএসসি সংস্কার আন্দোলন’র দপ্তর সংগঠক আওরঙ্গজেবের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিয়ে উদ্বেগের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৩ মে দেশের বিভিন্ন নিয়োগকারী সংস্থা ও প্রতিষ্ঠান একযোগে ২৩টি চাকরির পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। এতে দেশের লক্ষাধিক চাকরিপ্রার্থী মারাত্মক সংকটে পড়েছেন। চাকরিপ্রার্থীরা এখন বিভ্রান্ত ও হতাশ। তারা কোন পরীক্ষায় অংশ নেবেন, আর কোনটি বেছে নিতে হবে; তা নিয়ে মানসিক চাপের মধ্যে রয়েছেন তারা।

‘প্রতিটি পরীক্ষা চাকরিপ্রার্থীর ভবিষ্যতের জন্য সমান গুরুত্বপূর্ণ। কিন্তু একই দিনে একাধিক পরীক্ষার আয়োজন করাটা তাদের প্রতি চরম অবিচার ও উদাসীনতার বহিঃপ্রকাশ। আমরা বিগত সরকারের আমলে এটি লক্ষ্য করতাম, যেন তাদের ছত্রছায়ায় থাকা শিক্ষার্থীরাই শুধু চাকরি পায়। প্রকৃত মেধাকে মূল্যায়ন করা হতো না।’

এতে আরও বলা হয়, ‘২০২৪ সালের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে শিক্ষার্থীদের প্রতি ন্যায্য আচরণের প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে দেখা যাচ্ছে শিক্ষা ও কর্মসংস্থান ব্যবস্থায় একের পর এক অব্যবস্থাপনা ও তামাশার পুনরাবৃত্তি ঘটছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাই, পরীক্ষার তারিখ পুনর্বিন্যাস করে যেন পরীক্ষার্থীরা প্রত্যেকটি পরীক্ষায় অংশ নিতে পারেন; সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। চাকরিপ্রার্থীদের সঙ্গে এমন অবিচার আর বরদাশত করা হবে না।’

‘চাকরিপ্রার্থীদের প্রতি সহানুভূতি ও দায়িত্বশীল আচরণ প্রদর্শন করাই এখন সময়ের দাবি। অন্যথায় বড় ধরনের আন্দোলন গড়ে তোলা হবে’- বলে হুঁশিয়ারি দেন তারা।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement