সেপ্টেম্বরে বিয়ের পিঁড়িতে সেলেনা গোমেজ ও বেনি ব্ল্যাঙ্কো

Published : ২০:০৩, ১৭ জুলাই ২০২৫
প্রেমের এক বছরের মাথায় এবার বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন মার্কিন গায়িকা-অভিনেত্রী সেলেনা গোমেজ ও সংগীত প্রযোজক বেনি ব্ল্যাঙ্কো। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, আগামী সেপ্টেম্বরেই ক্যালিফোর্নিয়ার মন্টেসিটোয় দুই দিনব্যাপী আয়োজনে হবে এই তারকা যুগলের বিয়ে।
ইতিমধ্যেই ঘনিষ্ঠদের হাতে পৌঁছে গেছে বিয়ের আমন্ত্রণপত্র। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দুই পরিবারের সদস্য ছাড়াও টেইলর সুইফট ও তাঁর প্রেমিক ট্রাভিস কেলসি, ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’ সিনেমার কলাকুশলী এবং ব্ল্যাঙ্কোর ঘনিষ্ঠ সহকর্মীরা। যেহেতু আয়োজনটি দুদিনব্যাপী, তাই অতিথিদের রাত্রিযাপনের প্রস্তুতি নিয়ে আসতে অনুরোধ জানানো হয়েছে। ২০২৩ সালের জুনে সম্পর্কে জড়ান সেলেনা ও ব্ল্যাঙ্কো।
পরের ডিসেম্বরে তারা প্রেমের কথা প্রকাশ্যে আনেন এবং একই মাসেই বাগদান সম্পন্ন করেন। সেলেনা বলেছিলেন, ব্ল্যাঙ্কোর সঙ্গে সবসময় নিরাপদ বোধ করেন তিনি, এ কারণেই সারা জীবন একসঙ্গে থাকার সিদ্ধান্ত। এ যুগলের প্রেমের সূত্রপাত অবশ্য পেশাগত সম্পর্ক থেকেই। ২০১৫ সালে সেলেনার জনপ্রিয় গান ‘কিল এম উইথ কাইন্ডনেস’-এর প্রযোজক ছিলেন
ব্ল্যাঙ্কো। এরপর ২০১৭ সালে প্রকাশিত ‘ট্রাস্ট নোবডি’ গানের রচয়িতা ও প্রযোজক হিসেবেও ছিলেন তিনি। তাদের যুগলবন্দি আরও একবার দেখা যায় ব্ল্যাঙ্কোর গান ‘আই কান্ট গেট এনাফ’-এ, যেখানে সেলেনা ছিলেন সহশিল্পী ও মডেল।
BD/S