পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা, অপরিবর্তিত বাংলাদেশ স্কোয়াড

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা, অপরিবর্তিত বাংলাদেশ স্কোয়াড

The Business Daily

Published : ২০:০৩, ১৭ জুলাই ২০২৫

পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলঙ্কার মাটিতে সম্প্রতি সিরিজ জয়ী দলটির ওপর পূর্ণ আস্থা রেখেছে নির্বাচকরা। একাদশে কোনো পরিবর্তন না এনে পূর্বের দলই বহাল রাখা হয়েছে। ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, আগামী ২০, ২২ ও ২৪ জুলাই। পাকিস্তান সিরিজের জন্য ঘোষিত

বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, মোহাম্মদ নাঈম, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন।

বিসিবির এই দল ঘোষণায় পরিষ্কার, সাম্প্রতিক পারফরম্যান্সকে গুরুত্ব দিয়ে ধারাবাহিকতা বজায় রাখার নীতিতে অটল রয়েছে টিম ম্যানেজমেন্ট। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে এই সিরিজকে ২০২6 টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন কোচ ও বিশ্লেষকেরা।

BD/S

শেয়ার করুনঃ
Advertisement