গৃহকর্মীর হাতে নিগৃহীত অভিনেত্রী

গৃহকর্মীর হাতে নিগৃহীত অভিনেত্রী

The Business Daily

Published : ১৯:২৩, ১৫ জুলাই ২০২৫

নিজের বাড়িতেই ভয়াবহ অভিজ্ঞতার শিকার হলেন ‘বিগ বস ১৮’ খ্যাত বিতর্কিত প্রতিযোগী ও অভিনেত্রী কাশিশ কাপুর। তার দাবি, গৃহকর্মী ৭ লাখ টাকা চুরি করে পালাতে গিয়ে তাকে শারীরিকভাবে হেনস্তা করে। কাশিশের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে তিনি কান্নাজড়িত কণ্ঠে পুরো ঘটনার বিবরণ দেন। মুম্বাইয়ের বীরা দেশাই রোডের নিউ অম্বিভালি সোসাইটিতে বসবাস করেন এই অভিনেত্রী। তিনি জানান, গত পাঁচ মাস ধরে সাচিন কুমার চৌধুরী নামে এক ব্যক্তি তার বাড়িতে রাঁধুনি হিসেবে কাজ করছিলেন। কিছুদিন আগে নিজের মায়ের অ্যাকাউন্টে পাঠানোর জন্য ৭ লাখ টাকা নগদ টাকা ঘরে রাখেন কাশিশ। লকার খুলে দেখেন টাকা নেই। সন্দেহ হলে রান্নার লোকটিকে ডাকেন তিনি। প্রথমে অস্বীকার করলেও পকেট থেকে এক বান্ডিল টাকা পড়ে গেলে চোর ধরা পড়ে যায়।

 কাশিশ জানান, তিনি মোবাইলে ফোন ধরতে গেলে অভিযুক্ত ব্যক্তি তাকে গায়ের জোরে দেওয়ালে ঠেলে দেন এবং হুমকি দিয়ে বলেন—“কাউকে কিছু বলবি না।” “আমি নিজের বাড়ির ড্রইংরুমে দেওয়ালের সঙ্গে ঠেসে ছিলাম। মাথায় তখন একটাই কথা ঘুরছিল—নিজেকে বাঁচাও,” বলেন তিনি। পরিস্থিতি সামলে কাশিশ ঠান্ডা মাথায় পরিকল্পনা করে অভিযুক্তকে পরে আবার বাড়িতে ডেকে আনেন এবং আগেভাগেই পুলিশকে খবর দেন। অম্বোলি থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশের কাছে অভিযুক্ত স্বীকার করেছে যে সে ৫০ হাজার টাকা নিয়েছে, তবে কাশিশ তা অস্বীকার করে বলেন—টাকার পরিমাণ ছিল ৭ লাখ। 

ঘটনার পর কাশিশ এখন কাজের সূত্রে সিঙ্গাপুরে অবস্থান করছেন। মুম্বাই পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। তবে চুরি হওয়া টাকা আদৌ উদ্ধার হবে কি না, তা এখনও অনিশ্চিত। কাশিশ বলেন, “আমি ২০ তলার ফ্ল্যাট থেকে সিঁড়ি বেয়ে নেমে ওর পিছনে দৌড়েছি। তখন মনে হচ্ছিল—মরে গেলেও পরে মরো, আগে লোকটাকে ধরো!”

BD/S

শেয়ার করুনঃ
Advertisement