প্যারিসের সেতুতে ভালোবাসার তালা লাগালেন মেহজাবীন

Published : ১৮:৩৯, ১৩ জুলাই ২০২৫
ভালোবাসার প্রতীক হিসেবে প্যারিসের ঐতিহাসিক ‘পঁ দে আর্টস’ সেতুতে তালা লাগালেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। প্রেমের বন্ধনে আবদ্ধ হওয়ার পর স্বামী আদনান আল রাজীবের নামে তিনি এই প্রেমের তালা রেলিংয়ে ঝুলিয়ে দেন এবং চাবিটি ছুঁড়ে ফেলেন সাইন নদীতে—যাতে তাদের সম্পর্ক চিরকাল অটুট থাকে।
সম্প্রতি নিজের ফেসবুক হ্যান্ডেলে এই রোমান্টিক মুহূর্তের কিছু ছবি শেয়ার করেছেন মেহজাবীন। ছবিতে দেখা যায়, তালার গায়ে লেখা আছে তাদের নাম, আর ক্যাপশনে তিনি লিখেছেন শুধু একটি শব্দ— “Lock”। ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত এই ‘পঁ দে আর্টস’ সেতুটি যুগলদের ভালোবাসা প্রকাশের জনপ্রিয় স্থান। যুগ যুগ ধরে এখানে প্রেমিক-প্রেমিকারা তালা ঝুলিয়ে চাবি ফেলে দিয়ে সম্পর্ককে স্থায়ী করে তোলার প্রতীকী ঐতিহ্য রক্ষা করে আসছেন। তবে মেহজাবীন কবে এই তালা লাগিয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। কারণ সাম্প্রতিক সময়ে তিনি ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণের ছবি পোস্ট করছেন নিয়মিত। কোনোদিন মিলানে, কোনোদিন সুইজারল্যান্ডে, তারও আগে তিনি অংশ নিয়েছিলেন কান চলচ্চিত্র উৎসবে।
তবে সময় যেটাই হোক, প্রেমের তালা লাগানোর এই রোমান্টিক দৃশ্য মেহজাবীন-আদনান দম্পতির ভালোবাসার বন্ধনকে আরো গভীর করে তুলেছে ভক্তদের চোখে।
BD/S