রাতের নৈশভোজে কেটি পেরি ও জাস্টিন ট্রুডো, নেটদুনিয়ায় জল্পনা প্রেম না বন্ধুত্ব

রাতের নৈশভোজে কেটি পেরি ও জাস্টিন ট্রুডো, নেটদুনিয়ায় জল্পনা প্রেম না বন্ধুত্ব

The Business Daily

Published : ১৫:০০, ৩০ জুলাই ২০২৫

কানাডার বিলাসবহুল রেস্টুরেন্টে মার্কিন পপ তারকা কেটি পেরি এবং কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর একান্ত নৈশভোজ এখন বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রে। ‘লে ভায়োলিনে’ নামের রেস্টুরেন্টে চোখে চোখ রাখা, হাস্যোজ্জ্বল আলাপ এবং একান্ত সময় কাটানোর মুহূর্ত ক্যামেরাবন্দি হয়ে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

নেটিজেনদের একাংশ একে নিছক বন্ধুত্ব বলে মনে করলেও, অন্যরা এর পেছনে সম্পর্কের ইঙ্গিত খুঁজছেন। রাতের শহরে আলো-আঁধারিতে ঘেরা এই সাক্ষাতকে ঘিরে গুঞ্জন তুঙ্গে।
মার্কিন একটি গণমাধ্যম প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, মন্ট্রিয়লের রেস্টুরেন্টে কড়া নিরাপত্তার মধ্যেই এক টেবিলে বসে ডিনার করছেন কেটি পেরি ও জাস্টিন ট্রুডো। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, তারা ককটেল, লবস্টারসহ বিলাসবহুল সব পদ উপভোগ করেন। আলাপচারিতায় দুজনই ছিলেন গভীর মনোযোগী। খাবার শেষে তারা রেস্টুরেন্টের রান্নাঘরে গিয়ে শেফ ও স্টাফদের ধন্যবাদ জানান।
সম্প্রতি কেটি পেরি তার দীর্ঘদিনের বাগদত্তা অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে বিচ্ছেদ ঘটান। এক দশকেরও বেশি সময়ের সম্পর্ক এবং একটি কন্যাসন্তান থাকার পর চলতি মাসের শুরুতে তারা আলাদা হয়ে যাওয়ার ঘোষণা দেন।

অপরদিকে, ট্রুডোও ২০২৩ সালে তার স্ত্রী সোফি গ্রেগরি ট্রুডোর সঙ্গে ১৮ বছরের বৈবাহিক সম্পর্কের ইতি টানেন। তাদের তিন সন্তান রয়েছে।
এই নৈশভোজের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর, অনেকে কৌতূহল প্রকাশ করেছেন সম্পর্কের সম্ভাবনা নিয়ে। কেউ বলছেন এটি নিছক বন্ধুত্ব, কেউ বলছেন দুজনের ব্যক্তিগত জীবনের শূন্যতা নতুন সূচনার দিকে ইঙ্গিত দিচ্ছে।
দুজনই বর্তমানে ব্যক্তিগতভাবে একটি পর্বের ইতি টেনে নতুন অধ্যায়ে পা রাখছেন। এমন সময়ে তাদের একান্ত নৈশভোজ শুধু মন্ট্রিয়লের আকাশে আলো ছড়ায়নি, আলোড়ন তুলেছে বৈশ্বিক মিডিয়াতেও। কেটি ও ট্রুডোর এই সাক্ষাৎ আদৌ নতুন সম্পর্কের সূচনা কি না, সে প্রশ্নের উত্তর সময়ই দেবে।

শেয়ার করুনঃ
Advertisement