বিবাদের অবসান, নিয়ম মেনেই চলবে উত্তরায় শুটিং

Published : ২২:১৩, ২৭ জুলাই ২০২৫
উত্তরার সেক্টর-৪ এলাকায় শুটিং নিয়ে যে বিবাদ তৈরি হয়েছি তার অবসান ঘটেছে। কল্যাণ সমিতির শুটিং নিষেধাজ্ঞা তুলে নেওয়ার মধ্য দিয়ে এলাকায় আবার সচল হয়েছে ছোট পর্দার শুটিং কার্যক্রম। গতকাল সন্ধ্যায় উত্তরা সেক্টর-৪ কল্যাণ সমিতির কার্যালয়ে আয়োজিত এক ফলপ্রসূ আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান হয় বলে গনমাধমকে জানান অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।
তিনি জানান, ‘ছোট পর্দার সব সংগঠনের সমন্বয়ে গঠিত ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও) দ্রুত একটি নীতিমালা প্রণয়ন করে কল্যাণ সমিতিতে জমা দেবে। সমিতির যেসব শর্ত আলোচনায় উঠেছে, তার সবই আমাদের খসড়া নীতিমালায় অন্তর্ভুক্ত রয়েছে। তাই আমি সমাধানে কোনো জটিলতা দেখছি না। বরং এটিই হতে পারে ভবিষ্যতের জন্য একটি গঠনমূলক দৃষ্টান্ত।’
আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে শুটিংয়ের সময় নির্ধারণ নিয়ে। সিদ্ধান্ত হয়েছে রাত ১১টার পর কোনো শুটিং করা যাবে না। পাশাপাশি রাস্তায় বা আউটডোরে শুটিং করলে যানজট ও জনভোগান্তির বিষয়টি মাথায় রাখতে হবে।
লাবণী শুটিং হাউসের মালিক আসলাম হোসাইন সমকালকে বলেন, ‘এফটিপিও থেকে যেসব নিয়মনীতি আমাদের দেওয়া হবে, আমরা তা অনুসরণ করেই কাজ করব। আবাসিক এলাকায় যেন কারও অসুবিধা না হয়, সেই অনুযায়ী হাউস পরিচালনা করা হবে। বিশেষ করে রাত ১১টার পর আর শুটিংয়ে বিষয়টি গুরুত্ব পেয়েছে।’
এ আলোচনায় আরও উপস্থিত ছিলেন হাউস মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আলিম, ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক ফরিদুল হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল রনি, অভিনয়শিল্পী সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব সালেহীন, অনুষ্ঠান সম্পাদক এম এ সালাম সুমন ও নাট্য প্রযোজক সমিতির নেতা সাজু মুনতাসির।
সাজু মুনতাসির বলেন, ‘হাউস মালিক অ্যাসোসিয়েশন যে দাবি তুলেছিল তা যৌক্তিক। বিষয়টি আমরা বসে সমাধান করেছি। এখন থেকে নিয়ম মেনেই হবে শুটিং।’
প্রসঙ্গত, ২০ জুলাই উত্তরা সেক্টর-৪ কল্যাণ সমিতি এক বিজ্ঞপ্তিতে শুটিংজনিত জনসমাগম, শব্দদূষণ ও স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের বিষয়টি তুলে ধরে এলাকাবাসীকে শুটিংয়ের জন্য বাড়ি ভাড়া না দেওয়ার আহ্বান জানায়। এর পর থেকেই নির্মাতা ও শিল্পীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। ডিরেক্টরস গিল্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক আপত্তি জানানো হয়। এরপরই আলোচনার প্রক্রিয়া শুরু হয়।