ক্ষমতায় না থাকলে সবাই দেশ প্রেমিক: ইরফান সাজ্জাদ

ক্ষমতায় না থাকলে সবাই দেশ প্রেমিক: ইরফান সাজ্জাদ

The Business Daily

Published : ১৩:৫৪, ২৪ জুলাই ২০২৫

‘ক্ষমতায় না থাকলে সবাই দেশ প্রেমিক, আর ক্ষমতায় গেলে সবাই….!’—এমনই এক বার্তা দিয়ে ভক্ত-অনুরাগীদের কৌতূহল জাগিয়েছেন অভিনেতা ইরফান সাজ্জাদ। ওই পোস্টের সঙ্গে একটি রাগের ইমোজিও ব্যবহার করেছেন তিনি। 

বুধবার (২৩ জুলাই) বিকেল পৌনে ৩টায় সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ করেছেন অভিনেতা। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘ক্ষমতায় না থাকলে সবাই দেশ প্রেমিক, আর ক্ষমতায় গেলে সবাই….! দেখি শূন্যস্থানটা আপনারাই পূরণ করেন।’


এই রহস্যময় পোস্ট ঘিরে শুরু হয়েছে ভক্তদের নানা জল্পনা। তবে ওই পোস্টের মন্তব্যের ঘরে নিজের স্ট্যাটাসের রহস্য উন্মোচন করেছেন অভিনেতা। পোস্টে থাকে শূন্যস্থান নিজেই পূরণ করে লিখেছেন, “ক্ষমতায় না থাকলে সবাই দেশ প্রেমিক, আর ক্ষমতায় গেলে সব ‘পোস্ট ডিলিট করেন সমস্যা হবে।” পোস্টের সঙ্গে তিনি জুড়ে দেন একটি হা হা রিয়্যাক্ট। 

 

বলে রাখা ভালো, বিমান দুর্ঘটনার সময় কলেজে প্রথম থেকে সপ্তম শ্রেণির ক্লাস চলছিল। হঠাৎ বিকট শব্দ ও আগুনে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। কেউ কান্নায় ভেঙে পড়ে, কেউ শ্রেণিকক্ষ ছেড়ে বাইরে বেরিয়ে আসে। সবশেষ খবর অনুযায়ী বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ এবং চিকিৎসাধীন শতাধিক। 

শেয়ার করুনঃ
Advertisement