১৩ বছর অপেক্ষা—‘একলা তারা’র গল্প অবশেষে আলোর মুখ দেখল!

Published : ১৮:০৬, ২৭ জুলাই ২০২৫
সঙ্গীতের প্রতি ভালোবাসা, নিষ্ঠা আর লেগে থাকার এক দুর্দান্ত উদাহরণ হয়ে উঠলেন সৌরভ অধিরাজ। ১৩ বছর আগে লেখা তার গান ‘একলা তারা’ অবশেষে পেল কাঙ্ক্ষিত স্বীকৃতি—ধ্রুব মিউজিক স্টেশনের ‘আমার গান’ প্রতিযোগিতায় জমা পড়া ১০ হাজার গানের মধ্য থেকে সেরা ২০টির একটি হিসেবে নির্বাচিত হয়েছে এই সফট মেলোডিয়াস ট্র্যাকটি।
ছোটবেলা থেকেই সুরের সাধনা
সৌরভ অধিরাজের সঙ্গীতযাত্রা শুরু মায়ের হাত ধরে। মা-ই ছিলেন প্রথম গুরু—যিনি তাকে শিখিয়েছেন ক্লাসিকাল, রবীন্দ্র সংগীত এবং পল্লীগীতি। সেই ছোটবেলার পাঠই আজ পরিণত হয়েছে এক গভীর সঙ্গীতজীবনে।
গত ১৫ বছরের বেশি সময় ধরে সৌরভ নীরবে কাজ করে গেছেন গান লেখা, সুর সৃষ্টি এবং কম্পোজিশনের পেছনে। কখনও লিরিক্স, কখনও সাউন্ড ডিজাইন—ভিন্ন ভিন্ন ধারায় এক্সপেরিমেন্ট করে নিজের ধারা গড়ে তুলেছেন।
‘একলা তারা’—একজন শিল্পীর ধৈর্যের প্রতীক
২০১১ সালে লেখা গান ‘একলা তারা’ শুরুতে হয়তো তেমন পরিচিতি পায়নি, কিন্তু সৌরভ জানতেন গানটির আত্মা কোথায়। সময়ের অপেক্ষা ছিল শুধু। অবশেষে ২০২৫ সালে এসে গানটি তার যোগ্য জায়গা পেল। ধ্রুব মিউজিক স্টেশনের ‘আমার গান’ প্রতিযোগিতায় অংশ নিয়ে গানটি জায়গা করে নেয় সেরা ২০-এর তালিকায়।
সঙ্গীত নয়, পেশা ব্র্যান্ড মার্কেটিং—তবুও সুরের সঙ্গে ভালোবাসার সম্পর্ক
বর্তমানে পেশাগতভাবে সৌরভ অধিরাজ একজন ব্র্যান্ড মার্কেটিং প্রফেশনাল। কিন্তু হৃদয়ের গহীনে বরাবরই লালন করেছেন সঙ্গীতকে। তার স্বপ্ন—একদিন গ্লোবাল মিউজিক ইন্ডাস্ট্রিতে কিছু করে দেখানো। ভবিষ্যতে ‘মিউজিক মার্কেটিং’ নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার পরিকল্পনাও রয়েছে তার।
ভালো গান নিয়েই বাঁচতে চান
“ভালো গানই আসল,” বললেন সৌরভ। “গানের প্রতি একাগ্রতা, নিষ্ঠা আর ভালোবাসা থাকলে একদিন না একদিন মানুষ ঠিকই শুনবে—এটাই আমার বিশ্বাস।”
বর্তমানে ‘একলা তারা’র অডিও ভার্সন ছাড়াও গানটির মিউজিক ভিডিও প্রকাশের পরিকল্পনাও চলছে। তরুণ ও একনিষ্ঠ শিল্পীদের জন্য সৌরভ অধিরাজ হতে পারেন এক অনুপ্রেরণার নাম—যিনি কখনও থেমে যাননি, হাল ছাড়েননি।
“যারা গান ভালোবাসেন, তারা গানের জন্যই বাঁচুন। স্বীকৃতি আসবেই—সময়টা শুধু নিজের মত করে তৈরি করতে হয়।”