মারা গেছেন চিত্রনায়ক জসীমের ছেলে সংগীতশিল্পী রাতুল

মারা গেছেন চিত্রনায়ক জসীমের ছেলে সংগীতশিল্পী রাতুল সংগৃহীত ছবি

The Business Daily Desk

Published : ২২:০০, ২৭ জুলাই ২০২৫

‘ওন্ড’ ব্যান্ডের ভোকালিস্ট ও বেজিস্ট এ কে রাতুল মারা গেছেন। আজ রোববার বেলা সাড়ে ৩টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। রাতুল চিত্রনায়ক জসীমের ছেলে। ব্যান্ডের গীতিকার সিয়াম ইবনে আলম খবরটি সাংবাদিকদের নিশ্চিত করেন।

সিয়াম জানান, উত্তরার একটি জিমে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন রাতুল। পরে তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে লুবনা হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।


রাতুল ও তার ব্যান্ড ‘ওন্ড’-এর প্রথম অ্যালবাম ‘ওয়ান’ আসে ২০১৪ সালে। ২০১৭ সালে দ্বিতীয় অ্যালবাম ‘টু’ মুক্তির পর ব্যান্ডটি জনপ্রিয়তা লাভ করে। রাতুল রক সংগীতের একজন প্রযোজকও ছিলেন। অনেক জনপ্রিয় ব্যান্ডের অ্যালবাম তৈরিতে তার অবদান রয়েছে।

রাতুলের মৃত্যুতে সংগীতশিল্পীরা শোক জানিয়েছেন। সংগীতশিল্পী আলিফ আলাউদ্দীন ফেসবুকে লিখেছেন, ‘হঠাৎ রাতুলের মৃত্যুসংবাদ শুনে আমি স্তব্ধ ও গভীরভাবে শোকাহত। তিনি দেশের অন্যতম সেরা শব্দ প্রকৌশলী ও ওন্ড ব্যান্ডের শক্তিশালী কণ্ঠস্বর ছিলেন। আমাদের সংগীতাঙ্গন থেকে একটি আলো হারিয়ে গেলে। তাঁর পরিবার, বন্ধুদের জন্য প্রার্থনা রইল।’

সংগীতশিল্পী ফাতেমা তুয যাহরা ঐশী লিখেছেন, “ওন্ড’ এর গান আর শুনতে পারবো না! রাতুল আমার দেখা সবচেয়ে বিনয়ী সঙ্গীতশিল্পীদের একজন। আমি বিশ্বাসই করতে পাচ্ছি না তিনি আরও নেই। জীবন এত ছোট এবং অপ্রত্যাশিত। 
শান্তিতে বিশ্রাম নিন রাতুল।”

শোক প্রকাশ করে গীতিকার রবিউল ইসলাম জীবন লিখেছেন, “চিত্রনায়ক জসীমের ছেলে, ‘ওন্ড’ ব্যান্ডের ভোকালিস্ট, ড্রামার, বেজিস্ট, সংগীত পরিচালক ও সাউন্ড ইঞ্জিনিয়ার এ কে রাতুল মারা গেছেন। মৃত্যুটা খুবই মর্মান্তিক! রাতুলের বাবা জসীম অল্প হায়াৎ পেয়েছিলেন। রাতুল পেলেন তারচেয়েও অনেক কম। আহা! ওপারে শান্তিতে থাকুন হে গান মানুষ।”

শেয়ার করুনঃ
Advertisement