সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়-বৃষ্টি হতে পারে

Published : ১৭:০৬, ১৬ মে ২০২৫
দেশের ৫ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলে এ সময় বৃষ্টি বা বজ্রবৃষ্টিও হতে পারে বলা হয়েছে পূর্বাভাসে।
শুক্রবার (১৬ মে) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক পোস্ট থেকে এসব তথ্য জানা গেছে।
পূর্বাভাস অনুযায়ী, এদিন দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ ও বান্দরবান জেলার কিছু স্থানে ৪৫-৬০ কিলোমিটার বা তার অধিক গতিবেগে ঝড় হতে পারে। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিও হতে পারে।
পোস্টে বজ্রপাত চলাকালীন সময়ে, ঘরের বাইরে না বের হতে পরামর্শ দেওয়া হয়েছে। সতর্কতাস্বরূপ, বজ্রপাতের একাধিক শব্দের মধ্যে সর্বশেষ যে শব্দটি শুনবেন সেই সময় থেকে কমপক্ষে ৩০ মিনিট ঘরেই অবস্থান করতে বলা হয়েছে।
এদিকে শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। নোয়াখালী, ফেণী, পটুয়াখালী, কক্সবাজার, লক্ষ্মীপুর ও বান্দরবান জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে।
বিডি/ও