‘৮০ শতাংশ ভোট ছাড়া ই-ক্যাব নির্বাচন জনপ্রতিনিধিত্বমূলক হবে না’

Published : ১৬:২৫, ১৬ মে ২০২৫
ই-ক্যাব একটি ট্রেড এসোসিয়েশন এবং অত্যন্ত সম্ভাবনাময় ও সময়োপযোগী ইন্ডাস্ট্রী। একটি ট্রেড অ্যাসোসিয়েশন হলো একটি সদস্য-চালিত সংস্থা, যা একটি নির্দিষ্ট ইন্ডাস্ট্রির জন্য গঠিত। এটি সদস্যদের মধ্যে সম্মিলিত কণ্ঠস্বর হিসেবে কাজ করে। এর প্রধান কাজগুলোর মধ্যে রয়েছে সহায়ক নীতিমালা প্রণয়নে ইন্ডাস্ট্রির প্রতিনিধিত্ব করা এবং সদস্যদের প্রশিক্ষণ ও তথ্যের বিনিময় এবং এদের স্বার্থ সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ের আয়োজন করা।
ই-ক্যাবের নির্বাচন স্থগিত করতে যে বা যারা মানে যে পক্ষই, ইক্যবের ইতিহাস সৃষ্টি করতে যাওয়া নন ইনক্লুসিভ নির্বাচন স্থগিতের উদ্যোগের জন্য আমি সাধুবাদ জানাই।
ই-ক্যাবের নির্বাচন স্থগিত হওয়াটা আমি আমিসহ অসংখ্য মেম্বার অত্যন্ত পজিটিভলি দেখছি, কারণ আল্লাহ হয়তো আমাদেরকে সুযোগ দিয়েছেন যোগ্য এবং ইন্ডাস্ট্রি সংশ্লিষ্ট সবচেয়ে ভালো নেতৃত্ব বেছে নেওয়ার। ব্যক্তিগতভাবে আমি মনে করি, অন্তত ৭০-৮০% সদস্য মেম্বারশীপ রিনিউ করে ভোটার না হলে তা জনপ্রতিনিধিত্ব মূলক হবে না।
এখন সময় এসেছে, যারা রিনিউ করে ভোটার হননি তাদের উচিত মান অভিমান ভুলে এই সম্ভাবনাময় ইন্ডাস্ট্রিকে সামনে এগিয়ে নেওয়ার জন্য কাজ করা। ডকুমেন্টেশনগুলো ঠিক করে পুরনো মেম্বাররা রিনিউ করে ভোটার হওয়ার, আর নিয়ম অনুযায়ী যদি নতুন ভোটার হওয়ার সুযোগ যদি থাকে নির্বাচনের আগে তাহলে সেটার ব্যবস্থা করা। যাতে করে সর্বোচ্চ সংখ্যক মানুষের পক্ষে এই ট্রেড বডি সরকারর ও অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে বারগেইন করতে পারে।
এবার আরেকটা সুযোগ এসেছে নিজেদের শোধরাবার, পরচর্চা পরনিন্দা না করে আমরা পজেটিভ কথা বলি, ব্যবসায়িক কথা বলি, নিজেদের ব্যবসার সুবিধা ও অসুবিধার কথা বলি, পলিসি মেকিং এর কথা বলি।
অন্যকে সম্মান করি, নিজে বিনয়ী হই, অন্যকে বিনয়ী হতে সাহায্য করি, বিভিন্ন গ্রুপ গুলিতে আমরা আমাদের এই চর্চাটাই জারি রাখি যেন নিজেদের মধ্যে ভালো সম্পর্ক বজায় রেখে সুন্দর ব্যবসায়িক সম্পর্ক গড়ে ওঠে।
নির্বাচন স্থগিত হওয়ার কারণে আপাতত যেটা বন্ধ হবে নেগেটিভ নিউজ, এক প্রার্থী অন্য প্রার্থীকে আক্রমণাত্মক কথাবার্তা বলা, অপমান করা ইত্যাদি যা আমাদের ব্যক্তিগত জন্য ভালো হবে।
আমি আমার ফ্রেন্ডলিস্টে অথবা আমার ফলোয়ারের মধ্যে ই-ক্যাব মেম্বার যারা আছেন, যারা এখনো রিনিউ করেননি, অথবা রিনিউ করেছেন কিন্তু ডকুমেন্টেশনের জন্য ভোটার হতে পারেননি তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব আপনারা এ কাজগুলো দ্রুততার সাথে করুন। আমাদের ইন্ডাস্ট্রি রক্ষায় অবদান রাখুন।
ই-ক্যাব তথা ইন্ডাস্ট্রিকে রাজনীতিকরণ না করে, রাজনৈতিক পরিচয় না দিয়ে ব্যবসায়িক পরিচয় দেই আমরা। ই-ক্যাব হোক সম্পূর্ণভাবে অরাজনৈতিক ব্যবসায়িক একটি সংগঠন।
আগামী দিনে ই-ক্যাব হোক আরো সুন্দর সৌহার্দ্যপূর্ণ, আরো পরিচ্ছন্ন, স্বচ্ছ, জবাবদিহিতাপূর্ণ এবং নির্বাচন হোক অংশগ্রহণমূলক সর্বোপরি সবার মাঝে শুধু ডিরেক্টর হওয়া লোভ বা আকাঙ্ক্ষা না রেখে নিজের অবস্থান থেকে ইন্ডাস্ট্রিকে কিছু দেওয়ার মানসিকতা রাখি।
আল্লাহর সর্বোত্তম মহা পরিকল্পনাকারী। আমরা যতই চেষ্টা করি বা নাটক সাজাই না কেন, যা আমাদের জন্য ভালো তাই আল্লাহ করেন। সবার জন্য শুভকামনা।
**আমার প্রত্যেকটা লেখাই আমার নিজস্ব মতামত, আপনার মতামত ভিন্ন হতেই পারে কিন্তু প্রত্যেকের মতামতের প্রতি আমার শ্রদ্ধা আছে।
লেখক: ফাউন্ডার কিনলে ডটকম, ইমেইল: [email protected]
বিডি/ও