ইরানে হামলা করবে না ইসরায়েল, বললেন ডোনাল্ড ট্রাম্প

Published : ২১:৫৮, ২৪ জুন ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ইসরায়েলের ওপর সরাসরি সামরিক হামলা চালাবে না। তিনি মনে করেন, বর্তমানে ইরান কৌশলগতভাবে এমন অবস্থানে নেই যেখানে তারা মধ্যপ্রাচ্যের অন্যতম সামরিক শক্তি ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি আগ্রাসনে নামবে।
২৪ জুন ২০২৫, এক টেলিভিশন সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, “ইরান জানে, ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ মানেই আত্মঘাতী সিদ্ধান্ত। তারা সেটা কখনই চায় না।” তিনি আরও বলেন, “আমার প্রশাসন থাকলে মধ্যপ্রাচ্যে এতটা অস্থিরতা সৃষ্টি হতো না।”
চলমান উত্তেজনার প্রেক্ষাপট এই মন্তব্য এমন এক সময়ে এল যখন মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে টানাপোড়েন চরমে পৌঁছেছে। সিরিয়া, লেবানন, ইয়েমেন ও গাজা উপত্যকায় পরোক্ষ সংঘাতে দুই দেশের প্রভাব ক্রমাগত মুখোমুখি হচ্ছে। বিশেষ করে হিজবুল্লাহ ও হামাসের সঙ্গে ইরানের সম্পর্ক এবং তাদের মাধ্যমে ইসরায়েলে হামলা চালানোর অভিযোগ ঘিরে ইসরায়েলও পাল্টা পদক্ষেপ নিচ্ছে।
ট্রাম্পের ভূমিকায় মধ্যপ্রাচ্য নীতি প্রেসিডেন্ট থাকাকালীন ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন। তিনি ২০১৮ সালে ইরান পরমাণু চুক্তি (JCPOA) থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেন এবং তেহরানের ওপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। ট্রাম্প প্রশাসনের মতে, এসব পদক্ষেপ ইরানকে দুর্বল করে দেয় এবং তারা সরাসরি সংঘাতে অংশ নেওয়ার সক্ষমতা হারায়।
ট্রাম্প আরও দাবি করেন, বাইডেন প্রশাসনের দুর্বল পররাষ্ট্রনীতি ও "নرم দৃষ্টিভঙ্গি" ইরানকে পুনরায় সাহসী করে তুলেছে, যা ভবিষ্যতে নতুন উত্তেজনার জন্ম দিতে পারে।
বিশ্লেষকদের মতামত আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ইরান সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নামার পরিবর্তে ‘প্রক্সি ওয়ার’ অর্থাৎ মিত্র গোষ্ঠীগুলোর মাধ্যমে চাপ প্রয়োগের কৌশল চালিয়ে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য সেই অনুমানকে আরও শক্তিশালী করে।
তবে অনেকেই মনে করছেন, ট্রাম্পের এই বক্তব্য মূলত নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করেই দেওয়া—যেখানে তিনি আবারও নিজেকে মধ্যপ্রাচ্যে শান্তির একমাত্র রক্ষক হিসেবে তুলে ধরছেন।
বিডি/শ