জামিন আবেদন প্রত্যাখ্যান, সুপ্রিম কোর্টে ইমরান খানের আপিল

জামিন আবেদন প্রত্যাখ্যান, সুপ্রিম কোর্টে ইমরান খানের আপিল সংগৃহীত ছবি , ইমরান খান

The Business Daily Desk

Published : ২২:১২, ২৭ জুলাই ২০২৫

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইর প্রতিষ্ঠাতা ইমরান খান লাহোর হাইকোর্ট জামিন না দেওয়ার আদেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন। ২০২৩ সালের ৯ মে সহিংসতার মামলাগুলোর একটিতে জামিন না পাওয়ায় এই আবেদন করা হয়। 

ডন জানায়, রোববার সুপ্রিম কোর্টে দাখিল করা আবেদনে বলা হয়, ইমরান খানকে ওই দাঙ্গার ষড়যন্ত্রের সঙ্গে জড়ানোর জন্য সরকার পক্ষ তিনটি ভিন্ন ভিন্ন বর্ণনা দেয়, যেগুলো ভিন্ন ভিন্ন আদালতে প্রত্যাখ্যাত হয়েছে।


ইমরানের পক্ষে তাঁর আইনজীবী সালমান সাফদার বলেন, সরকার প্রথমে দাবি করেছিল, জামান পার্কে ৭ মে এক পুলিশ কর্মকর্তা ষড়যন্ত্রের কথা শুনেছেন। এরপর বলা হয়, ৪ মে চাকরি রেস্ট এরিয়ায় আরেক পুলিশ কর্মকর্তা ষড়যন্ত্র শুনেছেন। তৃতীয় দফায় বলা হয়, ইমরান খান মিডিয়ার মাধ্যমে উস্কানি দিয়েছেন। তবে প্রতিটি বর্ণনা আদালতে গ্রহণযোগ্যতা হারিয়েছে। লাহোর ও রাওয়ালপিন্ডির সন্ত্রাসবিরোধী আদালত ও হাইকোর্ট বিভিন্ন সময়ে এই দাবিগুলো বাতিল করেছেন। এমনকি সহআসামি বুশরা ইমরান ও এজাজ চৌধুরীর জামিনও মঞ্জুর হয়েছে।

এর আগে ইমরান খানের বোন আলিমা খান দাবি করেন, আদিয়ালা জেল কর্তৃপক্ষ মামলার নথিপত্র জব্দ করে পিটিশন দাখিল বাধাগ্রস্ত করছে। নতুন এই আপিলে বলা হয়েছে, পিটিআই প্রতিষ্ঠাতা গত দুই বছর ধরে ‘অভূতপূর্ব রাজনৈতিক প্রতিহিংসার শিকার’।

তথ্য ঃ ডন

শেয়ার করুনঃ
Advertisement