গাজায় গর্ভবতী নারীদের মধ্যে তীব্র অপুষ্টি, মানবিক সংকট বাড়ছে

Published : ১৭:১০, ২৯ জুলাই ২০২৫
গাজায় স্বাস্থ্য পরিস্থিতির অবনতির মধ্যেই গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের এক-তৃতীয়াংশেরও বেশি এখন তীব্র অপুষ্টিতে ভুগছেন বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক শীর্ষস্থানীয় সাহায্য সংস্থা মেডিকেল এইড ফর প্যালেস্টিনিয়ানস (এমএপি)।
সংস্থাটি জানায়, তাদের স্থানীয় সহযোগী আর্দ আল ইনসান কর্তৃক স্ক্রিনিং করা গর্ভবতী নারীদের মধ্যে ৪৪ শতাংশই বর্তমানে তীব্র অপুষ্টিতে আক্রান্ত এবং জরুরি চিকিৎসার প্রয়োজন। মে মাসে এ হার ছিল ৩৫ শতাংশ, অর্থাৎ এক মাসেই তা প্রায় ১০ শতাংশ বেড়েছে।
এমএপি আরও জানায়, ইসরায়েলি সেনাবাহিনীর ২০ জুলাইয়ের বাস্তুচ্যুতির নির্দেশের পর গাজার দেইর আল-বালাহ এলাকার একটি মেডিকেল পয়েন্ট বন্ধ করতে বাধ্য হয়েছে তারা। এই কেন্দ্রটি প্রতিদিন প্রায় ২০০ নারী ও শিশুকে চিকিৎসা সেবা দিত।
সংস্থাটির দক্ষিণ গাজার ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ আলখাতিব বলেন, "মানবিক পরিস্থিতি চরম উদ্বেগজনক। আমরা ইতোমধ্যে অপুষ্টিজনিত মৃত্যু বৃদ্ধির প্রমাণ দেখতে পাচ্ছি, যা শিশুদের পাশাপাশি বয়স্কদের মাঝেও দেখা যাচ্ছে।"
বিশেষজ্ঞরা বলছেন, খাদ্য ও চিকিৎসা সরবরাহে দীর্ঘস্থায়ী বিঘ্ন এবং নিরাপদ আশ্রয়ের অভাবে গাজায় নারী ও শিশুদের ওপর বিপর্যয় নেমে এসেছে।