বিটকয়েনের সর্বোচ্চ মূল্য: ইতিহাসে নতুন রেকর্ড

বিটকয়েনের সর্বোচ্চ মূল্য: ইতিহাসে নতুন রেকর্ড

TheBusinessDaily

Published : ০২:৫৬, ১৯ জুলাই ২০২৫

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন আবারও নতুন ইতিহাস গড়েছে। চলতি সপ্তাহের শুরুতে আন্তর্জাতিক বাজারে এর দাম ১ লাখ ২২ হাজার ৮০০ মার্কিন ডলার ছাড়িয়ে যায়, যা এখন পর্যন্ত বিটকয়েনের সর্বোচ্চ মূল্য।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে ক্রিপ্টোসম্পর্কিত নীতিমালার অগ্রগতি, বিশেষ করে বিটকয়েন স্পট ইটিএফ অনুমোদন এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আগ্রহ বৃদ্ধির কারণে এই দাম বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে দেশটির রাজনৈতিক প্রেক্ষাপটে ক্রিপ্টোর প্রতি সহানুভূতিশীল অবস্থানও বাজারে আস্থা ফিরিয়ে এনেছে।

এছাড়া বিশ্বজুড়ে ক্রিপ্টোকারেন্সির প্রতি আগ্রহ বেড়ে যাওয়ায় চাহিদা ও সরবরাহের ভারসাম্যে বড় পরিবর্তন এসেছে, যা দাম বাড়ানোর অন্যতম কারণ। অর্থনীতিবিদদের অনেকেই বলছেন, এ ধরনের দাম বৃদ্ধির পেছনে প্রাতিষ্ঠানিক 'হোয়েল' অর্থাৎ বড় বিনিয়োগকারীদেরও বড় ভূমিকা রয়েছে। বিটকয়েন বাজারে তাদের সক্রিয় অংশগ্রহণই এই রেকর্ডের ভিত্তি গড়ে দেয়।

বছরের শুরু থেকে এখন পর্যন্ত বিটকয়েনের দাম প্রায় ৩০ শতাংশ বেড়েছে। এতে করে বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে এবং অনেকে এটিকে ভবিষ্যতের নিরাপদ ডিজিটাল সম্পদ হিসেবে বিবেচনা করছেন।তবে বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, বিটকয়েনের মতো উচ্চমাত্রায় ওঠানামা করা সম্পদের ক্ষেত্রে বিনিয়োগ করার আগে ঝুঁকি সম্পর্কে সজাগ থাকা প্রয়োজন।

BD/S

শেয়ার করুনঃ
Advertisement