ঘনিষ্ঠ দৃশ্যের প্রস্তাবেই সীমাবদ্ধ ছিল কাজ: জেরিন খান

ঘনিষ্ঠ দৃশ্যের প্রস্তাবেই সীমাবদ্ধ ছিল কাজ: জেরিন খান

The Business Daily

Published : ০২:০৩, ১৯ জুলাই ২০২৫

বলিউড অভিনেত্রী জেরিন খান সম্প্রতি বলিউডে নিজের অভিজ্ঞতা ও প্রতিকূলতা নিয়ে মুখ খুলেছেন। একটি সাক্ষাৎকারে তিনি জানান, শুধু চেহারায় ক্যাটরিনা কাইফের সঙ্গে সাদৃশ্য থাকলেও বলিউডে তার ক্যারিয়ার গড়তে হয়েছে কঠিন সংগ্রামের মধ্য দিয়ে। নিজের অভিনয় দক্ষতা প্রমাণের চেষ্টা করলেও তার সামনে একের পর এক ঘনিষ্ঠ দৃশ্যের সিনেমার প্রস্তাবই এসেছে। ‘হেট স্টোরি ৩’ ও ‘আকসার ২’-এর মতো সিনেমায় এমন চরিত্রে দেখা গেছে জেরিনকে।

তবে জেরিন জানিয়েছেন, এই দৃশ্যগুলোতে তিনি স্বেচ্ছায় যাননি, বরং অনেক সময় ভুল বুঝিয়ে তাকে কাজ করানো হয়েছে। তিনি বলেন, “আমি যখন ‘আকসার ২’ সিনেমার প্রস্তাব পাই, তখন খুব খুশি হয়েছিলাম। ভেবেছিলাম হিট সিনেমার সিক্যুয়েলে কাজ করছি। পরিচালক আমাকে জানান, সিনেমায় তেমন কোনো অন্তরঙ্গ মুহূর্ত থাকবে না।

কিন্তু শুটিং শুরুর পর দেখি একের পর এক চুম্বন ও ঘনিষ্ঠ দৃশ্য।” জেরিন আরও বলেন, “আমি বিষয়টি নিয়ে আপত্তি জানাই। কিন্তু পরিচালক জানান, প্রযোজনা সংস্থার পক্ষ থেকে তার ওপর চাপ রয়েছে। ফলে যেখানে প্রয়োজন নেই, সেখানেও আমাকে চুমুর দৃশ্যে অংশ নিতে হয়েছে। এমনকি অস্বস্তিকর পোশাক পরানো হতো। আমার আপত্তির পর থেকেই ওদের আচরণ বদলে যেতে থাকে।

” তিনি অভিযোগ করেন, “পরবর্তীতে সিনেমার স্পেশাল স্ক্রিনিংয়েও আমাকে আমন্ত্রণ জানানো হয়নি। উল্টো আমার বিরুদ্ধে রটানো হয় যে, আমার সঙ্গে কাজ করা কঠিন।” এই অভিজ্ঞতা শেয়ার করে জেরিন খান বলিউডে অভিনেত্রীদের অবস্থান ও কাজের পরিবেশ নিয়েই প্রশ্ন তুলেছেন। তার অভিযোগে আবারও সামনে এসেছে বলিউডে নারীদের প্রতি পক্ষপাত, চাপে রেখে কাজ করানো এবং পেশাদার আচরণের ঘাটতির বিষয়গুলো।

BD/S

শেয়ার করুনঃ
Advertisement