যান্ত্রিক ত্রুটি: মাঝ আকাশ থেকে ফিরে এলো ঢাকা-দাম্মাম ফ্লাইট, ছিলেন প্রায় ৪৫০ যাত্রী

যান্ত্রিক ত্রুটি: মাঝ আকাশ থেকে ফিরে এলো ঢাকা-দাম্মাম ফ্লাইট, ছিলেন প্রায় ৪৫০ যাত্রী

The Business Daily

Published : ২১:১০, ২৮ জুলাই ২০২৫

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি আন্তর্জাতিক ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে উড্ডয়নের এক ঘণ্টা পর মাঝ আকাশ থেকে ফিরে এসেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ফ্লাইটটিতে ছিলেন প্রায় সাড়ে চারশো যাত্রী।

সোমবার (২৮ জুলাই) বিকাল ৩টা ৩৩ মিনিটে বিজি-৩৪৯ ফ্লাইটটি সৌদি আরবের দাম্মামের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে। তবে এক ঘণ্টার মতো ওড়ার পর বিকাল ৪টা ৩৩ মিনিটে বিমানটি ঢাকায় ফিরে আসে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক আল মাসুদ খান জানান, উড়োজাহাজটির কেবিন প্রেসারে বিপদসংকেত পাওয়ার পর পাইলট নিরাপত্তার স্বার্থে ফিরে আসার সিদ্ধান্ত নেন। যান্ত্রিক ত্রুটি শনাক্ত হওয়ার পর যাত্রীদের বিকল্প একটি উড়োজাহাজে গন্তব্যে পাঠানো হয়েছে।

জানা গেছে, উড়োজাহাজটি বোয়িং ৭৭৭-ইআর মডেলের ছিল এবং এর ধারণক্ষমতা ৪৫০ জন। যাত্রী সংখ্যা ছিল প্রায় পূর্ণ। বিমানের ইঞ্জিনিয়ারিং বিভাগ ফেরত আসা উড়োজাহাজটি পরীক্ষা করে ত্রুটি সংশোধন করেছে। ফলে রাতেই এটি অন্য একটি ফ্লাইট পরিচালনায় ব্যবহার করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শেয়ার করুনঃ
Advertisement