জনস্বার্থে পুলিশের চার ডিআইজিকে অবসরে পাঠাল সরকার

জনস্বার্থে পুলিশের চার ডিআইজিকে অবসরে পাঠাল সরকার

The Business Daily Desk

Published : ১০:১৯, ২৯ জুলাই ২০২৫

জনস্বার্থে পুলিশের চারজন উপ-মহাপরিদর্শককে (ডিআইজি) অবসরে পাঠিয়েছে সরকার। সোমবার (২৮ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত চারটি পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন— ঢাকা রেঞ্জ অফিসে সংযুক্ত আতিকা ইসলাম, পুলিশ টেলিকমে সংযুক্ত এ কে এম নাহিদুল ইসলাম, ইন্ডাস্ট্রিয়াল পুলিশে সংযুক্ত মো. মনির হোসেন এবং রেলওয়ে পুলিশে সংযুক্ত মো. মাহবুব আলম।

প্রজ্ঞাপন অনুযায়ী, ২০১৮ সালের সরকারি চাকরি আইনের (আইন নম্বর ৫৭) ৪৫ ধারার আওতায় এই অবসর কার্যকর হয়েছে। এই ধারার আওতায়, চাকরিজীবন ২৫ বছরের পূর্ণ করার পর কোনো সরকারি কর্মচারীকে জনস্বার্থে অবসর দেওয়া যায় এবং এর জন্য আলাদা করে কোনো কারণ দেখানোর প্রয়োজন নেই।

আদেশে বলা হয়েছে, অবসর আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং কর্মকর্তারা সব অবসর সুবিধা পাবেন।

শেয়ার করুনঃ
Advertisement