এনসিপির জার্মানি শাখার কমিটি গঠন
Published : ০০:১৫, ২৮ জুলাই ২০২৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জার্মানি শাখার কমিটি করা হয়েছে। আগামী ছয় মাসের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির জার্মানি শাখার আহ্বায়ক সাখাওয়াত হোসাইন তুরাগ।
এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী স্বাক্ষরিত জার্মানি শাখা কমিটির সদস্য সচিব হিসেবে রয়েছেন তামান্না ইয়াসমিন।
এনসিপির জার্মানি শাখার আহ্বায়ক সাখাওয়াত হোসাইন তুরাগ বাংলানিউজকে বলেন, প্রবাসীদের ভোটাধিকার, জার্মানি ও ইউরোপের বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন ন্যায্য দাবি আদায়ে আমাদের এ সংগঠন ভূমিকা রাখবে।
কমিটির অন্য সদস্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক মো. তাজুল ইসলাম, মুখ্য সংগঠক মাসুদুর রহমান, কার্যনির্বাহী সচিব সাফওয়াত আবেদীন, অর্থ সচিব মোহাম্মদ সাইফুর রহমান, আঞ্চলিক সংগঠক মো. ফয়জুল্লাহ ফাইয়াজ, মুহাম্মদ মাসুদ রানা, নির্বাহী সদস্য মোহাম্মদ আনিস উদ্দিন, মো. ইশতিয়াক হোসেন, আমিনুর রহমান, শাহাদ ইশরাক, নাফিসা সায়েদা, আলিফ আল মুন্তাসির জীম, শেখ হাফিস মইন, মেজবাহ উদ্দিন মুরাদ, ফারহান মামুন, তায়েব হোসাইন, কাউছার বিন আহম্মদ, পারভেজ আবেদিন জিকু ও পারভেজ রাকিব।



































