বন্ধুকে মারধরের অভিযোগ অস্বীকার তাসকিনের, বললেন ‘ভুল বোঝাবুঝি’

Published : ০২:১৪, ২৯ জুলাই ২০২৫
শৈশবের বন্ধুকে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন জাতীয় দলের ক্রিকেটার পেসার তাসকিন আহমেদ। তিনি অভিযোগ অস্বীকার করে বলেছেন, এটি শুধু একটি ভুল বোঝাবুঝি ছিল।
সোমবার (২৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি। মারধরের অভিযোগকে ‘ভিত্তিহীন গুজব’ আখ্যা দিয়ে তাসকিন আহমেদ তার ভক্তদের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন।
রবিবার (২৭ জুলাই) গভীর রাতে রাজধানীর মিরপুর মডেল থানায় সিফাত উর রহমান নামের এক ব্যক্তি একটি জিডি করেন। এতে তিনি অভিযোগ করেন, তাসকিন তাকে ডেকে নিয়ে গিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন। সিফাত তাসকিনের দীর্ঘদিনের বন্ধু বলেও জানা গেছে।
পোস্টে তাসকিন লিখেন, ‘এমন অভিযোগ আমি, আমার পরিবার ও আমার বন্ধুর জন্য সম্মানজনক না। যা ঘটেছে সেজন্য, বন্ধু ও আমার মধ্যে কথা হয়েছে। এটা যে পর্যায়ে গেছে কোন ভাবে এমনটা হওয়ার কথা নয় ‘
গুজবকে বিশ্বাস না করে মানুষ সত্যের সঙ্গে থাকবেন বলে আশা প্রকাশ করেন জাতীয় দলের এই তারকা খেলোয়াড়।