জুলাইয়ের সাহসী সাংবাদিকের পুরস্কার পাওয়া দুর্জয় দেশ টিভির কেউ নন

জুলাইয়ের সাহসী সাংবাদিকের পুরস্কার পাওয়া দুর্জয় দেশ টিভির কেউ নন

The Business Daily

Published : ১৯:২৮, ৪ আগস্ট ২০২৫

সাংবাদিকতার ঝুঁকি ও নির্ভীকতা বিবেচনায় প্রতি মাসে প্রদান করা হয় "সাহসী সাংবাদিকের পুরস্কার"। জুলাই ২০২৫ মাসের জন্য পুরস্কারপ্রাপ্তদের তালিকা সম্প্রতি প্রকাশ করেছে সাংবাদিক অধিকার সংগঠন ও মিডিয়া ওয়াচ প্ল্যাটফর্মের যৌথ কমিটি। তালিকায় দেখা যায়, জাতীয় দৈনিক, আঞ্চলিক পত্রিকা ও কয়েকটি স্বাধীন অনলাইন প্ল্যাটফর্ম থেকে মোট পাঁচজন সাংবাদিক চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। তারা বিভিন্ন সামাজিক দুর্নীতি, রাজনৈতিক নির্যাতন, পরিবেশ সংকট ও মানবাধিকার লঙ্ঘনের মতো স্পর্শকাতর বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন করেছেন। কিন্তু আলোচিত দুর্জয় দেশ টিভির কোনো প্রতিবেদক বা বার্তা সম্পাদক এই তালিকায় স্থান পাননি। অনেকেই ধারণা করেছিলেন, সম্প্রতি দুর্জয় দেশ টিভির একটি বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন আলোড়ন তুলেছিল—যেখানে একটি প্রভাবশালী কর্পোরেট গ্রুপের দুর্নীতির চিত্র তুলে ধরা হয়। প্রতিবেদনের পরই টিভি চ্যানেলের ওপর একাধিক চাপ এবং আইনি হুমকির খবরও আসে।

এ কারণে সাধারণ সাংবাদিক মহলে প্রত্যাশা ছিল, তাদের অন্তত একজন মনোনীত হবেন। তবে সংশ্লিষ্ট নির্বাচক কমিটি জানিয়েছে, "এই পুরস্কার শুধু সাহস নয়, নিরপেক্ষতা, তথ্যনিষ্ঠতা ও প্রভাব বিবেচনায় দেওয়া হয়। দুর্জয় দেশ টিভির মনোনয়ন যথেষ্ট গুরুত্ব পেয়েছে, তবে প্রতিযোগিতা ছিল খুবই ঘনিষ্ঠ এবং নির্ধারিত মানদণ্ডে অন্যরা এগিয়ে ছিলেন।" এদিকে বিষয়টি নিয়ে এখনও দুর্জয় দেশ টিভির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি। উপসংহার: পুরস্কারপ্রাপ্তরা তাঁদের কর্মক্ষেত্রে সাহসিকতা ও নিষ্ঠার জন্য স্বীকৃতি পেলেও, দুর্জয় দেশ টিভির অনুপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে চলছে নানা আলোচনা। অনেকে মনে করছেন, এর পেছনে রাজনৈতিক প্রভাব বা অভ্যন্তরীণ পক্ষপাতের বিষয় থাকতে পারে। তবে নিরপেক্ষ ও নির্ভীক সাংবাদিকতার স্বীকৃতি দিয়ে এই পুরস্কার ভবিষ্যতেও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে, তা বলাই যায়। 

শেয়ার করুনঃ
Advertisement