অভিনয় থেকে উদ্যোক্তা: নিজস্ব ব্র্যান্ড নিয়ে ব্যবসা জগতে মেহজাবীন

Published : ২২:০২, ৪ আগস্ট ২০২৫
বাংলাদেশের টেলিভিশন ও ডিজিটাল স্ক্রিনের সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় মুখ মেহজাবীন চৌধুরী। অসংখ্য দর্শকনন্দিত নাটক, বিজ্ঞাপন ও ক্যারিশমেটিক উপস্থিতির মাধ্যমে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন সফল অভিনেত্রী হিসেবে। এবার তিনি নতুন এক পরিচয়ে আত্মপ্রকাশ করলেন—উদ্যোক্তা বা ব্যবসায়ী হিসেবে। সম্প্রতি তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন নিজের নতুন ব্যবসায়িক উদ্যোগের—একটি প্রিমিয়াম লাইফস্টাইল ও বিউটি ব্র্যান্ডের। অনেকদিন ধরে নিজস্ব একটি উদ্যোগ শুরু করার কথা ভাবলেও এবার সেটিকে বাস্তবে রূপ দিলেন এই জনপ্রিয় অভিনেত্রী। ব্যবসার পেছনের ভাবনা ,মেহজাবীন বলেন, “অনেক আগে থেকেই আমার ইচ্ছে ছিল এমন কিছু করার, যা আমার দর্শন ও রুচিকে উপস্থাপন করবে। আমি সবসময়ই বিশ্বাস করি—নিজের প্রতি যত্ন নেওয়া কেবল বাহ্যিক ব্যাপার নয়, এটা আত্মবিশ্বাস এবং আত্মসম্মানেরও অংশ। সেই চিন্তা থেকেই ব্র্যান্ডটির জন্ম।” তিনি আরও জানান, এটি শুধু একটি প্রসাধনী বা ফ্যাশন ব্র্যান্ড নয়, বরং নারীদের আত্মবিশ্বাস ও স্বনির্ভরতার প্রতীক হয়ে উঠুক সেটাই তার লক্ষ্য। ব্র্যান্ডের ধরন ও পণ্য ,এই ব্র্যান্ডের আওতায় প্রাথমিকভাবে যেসব পণ্য বাজারে আসছে, তার মধ্যে রয়েছে— হাই-কোয়ালিটি স্কিন কেয়ার প্রোডাক্ট,প্রিমিয়াম কসমেটিকস,পারফিউম,হেয়ার কেয়ার, হোম অ্যারোমা ও ডেকর আইটেম পণ্যগুলোর প্যাকেজিং ও উপস্থাপনাতেও থাকবে মেহজাবীনের নিজস্ব স্টাইল সেন্স ও মিনিমালিস্ট সৌন্দর্যের ছাপ। সব পণ্যের মান নিয়ন্ত্রণ ও ব্র্যান্ডিংয়ে তিনি সরাসরি যুক্ত রয়েছেন। অভিনয় ও ব্যবসা একসাথে অনেকে হয়তো ভাবছেন, মেহজাবীন কি অভিনয় থেকে সরে যাচ্ছেন?
উত্তরে তিনি স্পষ্ট বলেন, “না, আমি অভিনয় ছাড়ছি না। অভিনয় আমার প্রথম ভালোবাসা। তবে মানুষ এক জীবনে একাধিক পরিচয়ে পথ চলতে পারে। অভিনয়ের পাশাপাশি আমি চাই নিজেকে আরও বিস্তৃত পরিসরে প্রকাশ করতে।” তিনি মনে করেন, একজন শিল্পীর সামাজিক প্রভাব ইতিবাচকভাবে কাজে লাগানো যায় যদি সে নিজে উদাহরণ সৃষ্টি করে। নারীদের উদ্যোক্তা হয়ে ওঠার পথেও মেহজাবীন হতে চান অনুপ্রেরণা।অনলাইন থেকে যাত্রা, সামনে ফিজিক্যাল আউটলেট বর্তমানে ব্র্যান্ডটির কার্যক্রম অনলাইনভিত্তিক। অর্ডার নেওয়া হবে ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তবে ভবিষ্যতে ঢাকায় একটি ফ্ল্যাগশিপ স্টোর চালুর পরিকল্পনা রয়েছে। এর পাশাপাশি প্রিমিয়াম শপিং মল ও বিউটি স্টোরেও পণ্য সরবরাহের সম্ভাবনা রয়েছে। তারকাখ্যাতির সঙ্গে দায়িত্ববোধ মেহজাবীন বলেন, “আমি বিশ্বাস করি—তারকাখ্যাতি শুধু গ্ল্যামারের জন্য নয়, বরং এটা একটা দায়িত্ব। যদি আমি নিজের অভিজ্ঞতা দিয়ে অন্যদের জন্য কোনো পথ তৈরি করতে পারি, তবে সেটা হবে আমার সবচেয়ে বড় সাফল্য।
” সমাপ্তি মন্তব্য বিনোদন অঙ্গনের তারকারা বিভিন্ন সময় নানা উদ্যোগে যুক্ত হয়েছেন, তবে মেহজাবীনের এই উদ্যোগে রয়েছে পরিকল্পনা, দর্শন ও পরিশ্রমের নিখুঁত সংমিশ্রণ। একজন অভিনেত্রী হিসেবে যেমন তিনি লক্ষ লক্ষ ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, এবার দেখার পালা—ব্যবসায়ী মেহজাবীন কেমন জায়গা করে নেন বাজার ও মানুষের বিশ্বাসে।