লিভারপুলে শিরোপা উৎসবে গাড়িচাপায় শিশুসহ আহত ৪৭

লিভারপুলে শিরোপা উৎসবে গাড়িচাপায় শিশুসহ আহত ৪৭

স্পোর্টস ডেস্ক:

Published : ১৩:২৩, ২৭ মে ২০২৫

প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের আনন্দে লিভারপুল শহরের রাস্তায় জড়ো হয়েছিলেন হাজারো সমর্থক। ঠিক সেই মুহূর্তে হঠাৎ একটি গাড়ি ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। এতে গুরুতর আহত হয়েছেন অন্তত ৪৭ জন, যাদের মধ্যে ৪ জন শিশু।

লিভারপুল পুলিশ জানিয়েছে, ৫৩ বছর বয়সী এক শ্বেতাঙ্গ ব্রিটিশ নাগরিককে আটক করা হয়েছে, যিনি সন্দেহভাজন চালক। যদিও তারা নিশ্চিত করেছে, ঘটনাটি সন্ত্রাসী হামলা নয় এবং এটি ‘একটি বিচ্ছিন্ন ঘটনা’। তদন্তে এ পর্যন্ত পরিকল্পিত হামলার বা অন্য কারও সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি।

ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, গাড়িটি আচমকা জনতার ভিড়ে উঠে সবাইকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। এরপর জনতা চালকের দিকে তেড়ে গেলে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে তাকে রক্ষা করে।

লিভারপুল পুলিশের অস্থায়ী ডেপুটি চিফ কনস্টেবল জেনি সিমস বলেন, ‘এটি নিঃসন্দেহে একটি বিচ্ছিন্ন ঘটনা। আমরা আর কাউকে খুঁজছি না এবং এটি সন্ত্রাসী কার্যক্রম নয়।’

করোনা মহামারির পর এই প্রথম বড় কোনো শিরোপা উদ্‌যাপনের সুযোগ পেয়েছিল লিভারপুল সমর্থকরা। উচ্ছ্বাসে ভাসা সেই দিনটি ম্লান করে দেয় এ দুর্ঘটনা। তবে দুর্ঘটনার মাত্র ১০ মিনিট আগেই মূল বাসটি শহরের ওই রাস্তা অতিক্রম করে। 

সিটি কাউন্সিলের নেতা লিয়াম রবিনসন ‘এক্স’–এ এক পোস্টে লিখেছেন, ‘একটি আনন্দময় দিন গভীর দুঃখে রূপ নিয়েছে।’

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার ঘটনাটিকে ‘ভয়াবহ’ আখ্যা দিয়ে আহতদের প্রতি সহানুভূতি জানান।

এক বিবৃতিতে লিভারপুল ফুটবল ক্লাব জানায়, তারা পুলিশ প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখছে এবং আহতদের প্রতি তাদের গভীর সমবেদনা রইল।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement