উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, হতাহতের শঙ্কা

উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, হতাহতের শঙ্কা

TheBusinessDaily

Published : ১৫:৫২, ২১ জুলাই ২০২৫

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অস্থায়ী ক্যাম্পাস এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিগিআই (মডেল ৭০১) বলে নিশ্চিত হওয়া গেছে। বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে এতে আগুন ধরে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, বিমানটিতে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর ছিলেন। তবে তিনি ছাড়া অন্য কেউ বিমানে ছিলেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

 

ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যান। আশপাশের কয়েকজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের জনসংযোগ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, বেলা ১টা ১৮ মিনিটে এ দুর্ঘটনার খবর পাওয়া যায়। মাইলস্টোন কলেজে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে বলে জানা যায়। তাদের ইউনিটগুলো পৌঁছায় বেলা ১টা ২২ মিনিটে। এখন  উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশনের আটটি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস জানায়, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর ও পূর্বাচল ফায়ার স্টেশন থেকে মোট ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। এখনো উদ্ধারকাজ চলমান রয়েছে। এ ঘটনায় কেউ নিহত হয়েছেন কি না, তা নিশ্চিত করা যায়নি।

S

শেয়ার করুনঃ
Advertisement