সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে ব্যবসায়ী নিহত

সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে ব্যবসায়ী নিহত

টাঙ্গাইল প্রতিনিধি:

Published : ২১:০৪, ১৭ মে ২০২৫

টাঙ্গাইলের ঘাটাইলে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রশিদ (৬০) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। 

শনিবার (১৭ মে) সকালে উপজেলার সাগরদীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রশিদ ভালুকা উপজেলার কৈয়াদি গ্রামের মরহুম ফয়েজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন মুরগীর ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকালে সখীপুর উপজেলার বড়চওনা থেকে আব্দুর রশিদ সিএনজি যোগে সাগরদীঘির উদ্দেশ্য যাচ্ছিলেন। সিএনজিটি সাগরদীঘি পল্টনপাড় এলাকায় পৌঁছালে বিপরীতে দিক থেকে আসা এক মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আব্দুর রশিদ সড়কে ছিটকে পরে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান এবং ৪ জন আহত হয়।

এ ব্যাপারে সাগরদীঘি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, নিহতের লাশ আইনি পক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement