মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: উদ্ধার অভিযান সমাপ্তি ঘোষণা

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: উদ্ধার অভিযান সমাপ্তি ঘোষণা

TheBusinessDaily

Published : ০০:৩৯, ২২ জুলাই ২০২৫

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হওয়া বিমান ও হতাহতদের উদ্ধার করা হয়েছে। সোমবার (২১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

কর্তৃপক্ষ জানায়, সাড়ে আটটায় উদ্ধার অভিযান শেষ হলেও বিমানের ধ্বংসাবশেষ সরানো পর্যন্ত একটি ইউনিট সেখানে মোতায়েন ছিল। রাত ৯টা ১০ মিনিটে ইউনিটটি ফায়ার সার্ভিস স্টেশনে ফিরে যায়।

এই দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট এবং তাদের পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনীর সদস্যরা উদ্ধার কাজ শুরু করে। এ সময় হতাহতদের উদ্ধার করা সিএমএইচ, কুর্মিটোলা হাসপাতাল, বার্ন ইনিস্টিটিউট, ঢাকা মেডিকেলসহ উত্তরা বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এখন পর্যন্ত এ দুর্ঘটনায় ১৯ জনের প্রাণহানি ঘটেছে। আর আহত হয়েছেন ১৬৪ জন। তবে হতাহতদের বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।

সরজমিনে গিয়ে দেখা যায়, ফায়ার সার্ভিস ৯টি ইউনিট প্রথমে আগুন নিয়ন্ত্রণের কাজ করে। এর পাশাপাশি চলে হতাহতদের উদ্ধারকাজ। পরে দুপুর ২টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে পর্যায়ক্রমে বিধ্বস্ত বিমানটির অংশবিশেষ স্কুল ভবন থেকে ক্রেনের মাধ্যমে সরানো হয়।

শেয়ার করুনঃ
Advertisement