বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় ২২ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত

Published : ০৩:১১, ২২ জুলাই ২০২৫
২১ জুলাই ২০২৫ — রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের সকল বোর্ডের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা উপদেষ্টা। পরিস্থিতি বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।
পরবর্তী পরীক্ষার সময়সূচি ও অন্যান্য সিদ্ধান্ত পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।