বিমান দুর্ঘটনায় আহতদের জন্য ফ্রি সেবা ঘোষণা : এ্যাডভান্স হাসপাতাল

বিমান দুর্ঘটনায় আহতদের জন্য ফ্রি সেবা ঘোষণা : এ্যাডভান্স হাসপাতাল

The Business Daily

Published : ১৬:৫০, ২২ জুলাই ২০২৫

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় আহতদের জন্য প্রথম বেসরকারি  হাসপাতাল হিসেবে এ্যাডভান্স হাসপাতাল বিশেষ সেবা ঘোষণা দেয়।

এক বিবৃতিতে এ্যাডভান্স হাসপাতালের পরিচালক মোঃ শহিদুল ইসলাম'র পক্ষ থেকে জানানো হয়, “আমরা এই কঠিন সময়ে আহতদের পাশে আছি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।”


বিমান দুর্ঘটনায় আহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের জন্য এ্যাডভান্স হাসপাতাল লিমিটেড ঘোষণা করেছে:

*ICU ও HDU সেবা সম্পূর্ণ * ফ্রি।

মানবতার পাশে আমরা সবসময়
এ্যাডভান্স হাসপাতাল সর্বদা মানব সেবায় অঙ্গীকারবদ্ধ।

যোগাযোগ:
 ঠিকানা: ০১, মেইন রোড, ব্লক: এফ, বনশ্রী, ঢাকা
 হটলাইন: 01999242424, 01873242424

শেয়ার করুনঃ
Advertisement