বিমানের ঢাকাগামী ফ্লাইট ফিরল চট্টগ্রামে

বিমানের ঢাকাগামী ফ্লাইট ফিরল চট্টগ্রামে

The Business Daily

Published : ১৩:২৩, ২৪ জুলাই ২০২৫

ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবার ২৭ মিনিট পর ‘যান্ত্রিক গোলযোগের’ কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে এসেছে বাংলাদেশ বিমানের একটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার।

বৃহস্পতিবার সকাল ৮ টা ৫৮ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি১৪৮ ফ্লাইটটি ২৮৭ জন যাত্রী নিয়ে চট্টগ্রাম বিমানবন্দরে ফিরে আসে। পরে অন্য একটি উড়োজাহাজে যাত্রীদের ঢাকায় পাঠানো হয়।

শাহ আমানত বিমানবন্দরের জনসংসযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল বলেন, বিজি১৪৮ ফ্লাইটটি যাত্রী নিয়ে আরব আমিরাতের দুবাই থেকে চট্টগ্রামের শাহ আমানতে নামে সকাল সোয়া ৭টায়। পরে সকাল ৮টা ৩৭ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

“যান্ত্রিক গোলযোগের কারণে ফ্লাইটটি সকাল ৮ টা ৫৮ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দরে ফিরে আসে।”

উড়ন্ত অবস্থায় কী ধরনের যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি ইব্রাহীম খলিল।

ফ্লাইট ট্র্যাকার ওয়েবসাইট ফ্লাইটরেডার টোয়েন্টিফোরের ফ্লাইট হিস্ট্রিতে দেখা যায়, শাহ আমানত থেকে ওড়ার পর নোয়াখালীর উড়িরচরের কাছাকাছি গিয়ে ঘুরে আবার শাহ আমানতে ফিরে আসে উড়োজাহাজটি।


ইব্রাহীম খলিল জানান, আটকে পড়া যাত্রীদের নিয়ে বাংলাদেশ বিমানের অপর একটি ফ্লাইট বিজি-১২২ সকাল ১০টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম বিমানবন্দর ছাড়ে।

শেয়ার করুনঃ
Advertisement