নেত্রকোনার মদনে শেয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ১৭

নেত্রকোনার মদনে শেয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ১৭

The Business Daily

Published : ১৩:৪৮, ২৪ জুলাই ২০২৫

নেত্রকোনার মদনে শেয়ালের কামড়ে ১৭ জন আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

বুধবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চানগাঁও গ্রামে এমন ঘটনা ঘটেছে।


বিষয়টি নিশ্চিত করেছেন মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আব্বাস আলী।

আহতদের মধ্যে ১৫ জন মদন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

আহতরা হলেন— তন্না আক্তার (১০), মোরসালিন (১৭),  শিফা আক্তার (২৯), সালমা আক্তার (২৪), জেসমিন আক্তার (৪৫), এরশাদ মিয়া (৩৫), শামীম মিয়া (৩৮), আঙ্গুর মিয়া (৫০), তাইজুল (৬), আসব আলী (৭৫),  মারিয়া আক্তার (৩), লিজা আক্তার (৯), আবির (২) ও কাইয়ূম মিয়া (৪০)। তারা সবাই চানগাঁও গ্রামের বাসিন্দা।

আহত কাইয়ূম মিয়া বলেন, আমি প্রতিদিনের মতো রাতের খাওয়া শেষে ঘরে বসেছিলাম হঠাৎ একটা শেয়াল এসে কিছু বুঝে ওঠার আগেই আমাকে কামড়ে দেয়। শুধু আমাকে নয়, পাড়া প্রতিবেশী ১৭ জনকে কামড় দিসে। এর পর থেকে আমরা আতঙ্কের মধ্যে আছি।

শেয়ার করুনঃ
Advertisement